সর্বদলীয় সরকার
৯ নভেম্বর ২০১৩দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি ডয়চে ভেলেকে জানান, তিনি নিজে পদত্যাগ করবেন শনিবার৷ এর আগে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার পদত্যাগ পত্র জমা দেবেন বলে খবর৷ তিনি আরো জানান যে, সোমবারের মধ্যে মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী সবারই প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দেয়ার কথা৷ জানা গেছে, কোনো কোনো মন্ত্রী এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন৷ তাঁদের মধ্যে একজন হলেন মক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম৷
সুরঞ্জিত সেনগুপ্ত জানান, সোমবারের মধ্যে না হলেও চলতি মাসের ১৫ তারিখের আগেই মন্ত্রীরা পদত্যাগ পত্র জমা দেবেন৷ সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যেই মন্ত্রীদের পদত্যাগ পত্র নেয়া হচ্ছে৷ এর মধ্যে যাঁরা সর্বদলীয় সরকারে থাকবেন, তাঁদের পদত্যাগ পত্র গ্রহণ করা হবে না৷ তিনি জানান, নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই সর্বদলীয় সরকার কাজ শুরু করবে৷ তাই সর্বদলীয় সরকার গঠনের পুরো প্রক্রিয়া আগেই শেষ হবে৷ সেক্ষেত্রে নভেম্বের মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তাহলে সর্বদলীয় সরকারও তখনই হবে৷
সুরঞ্জিত সেনগুপ্ত ডয়চে ভেলের এক প্রশ্নের জবাবে বলেন, বিরোধী দল চাইলে হরতাল বাদ দিয়ে এখনো আলোচনায় আসতে পারে৷ এছাড়া, তারা সর্বদলীয় সরকারে যোগ দিতে চাইলে নামও পাঠাতে পারে৷ তাদের জন্য দরজা সব সময়ই খোলা আছে৷ কিন্তু নির্বাচন যথা সময়ে, সংবিধানের অধীনেই হবে৷
ওদিকে প্রধানমন্ত্রীর ছ'জন উপদেষ্টা কখন পদত্যাগ করবেন সে বিষয়ে কিছু জানা যায়নি৷ তবে প্রধানমন্ত্রী যখন বলবেন, তখনই তাঁরা পদত্যাগে প্রস্তুত আছেন বলে প্রকাশ৷
অন্যদিকে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি পুরোমাত্রায় শুরু করে দিয়েছে৷ ১০ই নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে৷ এবার প্রতিটি ফর্মের দাম ধরা হয়েছে ২৫ হাজার টাকা৷ সচিবরাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন৷ বৃহস্পতিবার সচিবদের এক বৈঠকে আগামী নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচন কমিশনকে সহায়তার বিষয়ে আলোচনা করা হয়েছে