চাঁদের মাটি খুঁড়তে চায় বাংলাদেশি রোবট!
১৮ মে ২০১১খুলেই বলা যাক, বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয় একটি আমন্ত্রণ পেয়েছিল নাসা'র কাছ থেকে৷ অসমান চন্দ্রপৃষ্ঠ থেকে ধুলোমাটি সংগ্রহের রোবট তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ৷ সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কয়েক মাসেই একটি রোবট তৈরি করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী, তাদেরকে সহায়তায় ছিলেন একাধিক ফ্যাকাল্টি অ্যাডভাইজার৷
নাসা'র প্রতিযোগিতার মানদণ্ড অনুযায়ী, রোবটটি হতে হবে দূর-নিয়ন্ত্রিত, মাত্র ১৫ মিনিটে চন্দ্রপৃষ্ঠের কমপক্ষে ১০ কিলোগ্রাম ধুলো মাটি সংগ্রহ করতে হবে এই রোবটকে৷ নাসা এধরনের রোবটের নাম দিয়েছে ‘লুনাবোট'৷ এর আকার-আকৃতি কেমন হবে সেসম্পর্কেও খানিকটা ধারণা দিয়ে দিয়েছে নাসা৷
এবারকার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিশ্বের নামজাদা বিশ্ববিদ্যালয়গুলো থেকে বাছাই করা ৪৬টি প্রকল্প৷ এদের মাঝে বাংলাদেশের একমাত্র প্রকল্প ‘চন্দ্রোবট'৷ এই রোবট মিশন সম্পর্কে জানাতে সম্প্রতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়৷ কর্তৃপক্ষ জানান, পরিবেশ বান্ধব যন্ত্রপাতি ব্যবহার করে এই রোবটটি তৈরি করা হয়েছে৷ এতে খরচও খুব বেশি হয়নি৷
এই প্রকল্প প্রসঙ্গে ব্রাকের চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ গণমাধ্যমকে জানান, রোবোটিকস একটি কাটিং এজ টেকনোলোজি৷ এই প্রযুক্তির সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ততা দেখে আমি অত্যন্ত আনন্দিত৷
আগামী ২৩ থেকে ২৮ মে কেনেডি স্পেস সেন্টারে লুনাবোটিকস মাইনিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ এই প্রতিযোগিতায় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী প্রকল্প পাঁচ হাজার মার্কিন ডলারের স্কলারশিপ পাবে৷ এছাড়া দ্বিতীয়, তৃতীয় অবস্থানসহ বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের জন্য আলাদা স্কলারশিপ রয়েছে৷
প্রতিযোগিতায় অংশ নিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় দল আগামী ২১ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন৷ নাসা'র এই আয়োজনে আপাতত ভালো ফল আশা করছে ব্র্যাক দল৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়