ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার কোন্নগরের বাসিন্দা মৌসুমী মুখার্জি জনসংযোগ আধিকারিকের কর্পোরেট চাকরি ছেড়ে পর্যটন ব্যবসা শুরু করেছেন৷ তার কোম্পানির কারণে উত্তরবঙ্গের অনেক পাহাড়ি এলাকায় পর্যটকের সংখ্যা বেড়ে চলেছে৷
https://p.dw.com/p/3klLj
বিজ্ঞাপন
লাভা, রিশপ ইত্যাদি এলাকায় মৌসুমির হোম-স্টে গুলি আজ অনেক পর্যটকেরই প্রথম পছন্দ৷ হোম-স্টে এবং হোটেল চালানোর পাশাপাশি স্থানীয় মানুষদের জীবনযাত্রার মান তাঁর এই ব্যবসার মাধ্যমে কীভাবে আরও উন্নত করা যায় সে-ব্যাপারেও সচেতন মৌসুমী৷