চাকরির জন্য স্নাতক পাসদের তৈরি করতে আসছে ইন্টার্নশিপ
৪ জুন ২০২১ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবে বলেন, "প্রতিবছর আমাদের দেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করে চাকরি ক্ষেত্রে প্রবেশের উপযোগী হচ্ছে৷ এসব সদ্য গ্র্যাজুয়েটরা যাতে সহজেই স্বীয় ক্ষেত্রে চাকরি পেতে পারে, তা নিশ্চিত করার জন্য সরকার পাবলিক ও প্রাইভেট সেক্টরের মাধ্যমে তাদের জন্য ‘ইন্টার্নশিপ কার্যক্রম' চালুর উপর জোর দেবে৷”
তরুণদের কর্মসংস্থানে সহযোগিতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, এই ইন্টার্নশিপ কার্যক্রম অবিলম্বে চালুর জন্য আগামী অর্থবছরে একটি পলিসি ফ্রেমওয়ার্ক প্রণয়ন করা হবে৷
এরই মধ্যে আইটি সেক্টরে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, চলতি বছরেই এই সংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ নেয়া হবে৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)