চামড়া উদ্ধারের একমাস পর মিললো বাঘের গলিত লাশ
১৩ ফেব্রুয়ারি ২০২৩রোববার সকালে পশ্চিম সুন্দরবনের কলাগাছী মুরালীখাল এলাকা থেকে বাঘের দেহাবশেষ উদ্ধার করা হয় বলে ওই রেঞ্জের স্টেশন কর্মকর্তা এসও নুরুল আলম ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷
গত ৬ জানুয়ারি র্যাবের অভিযানে জেলার শ্যামনগর উপজেলার হরিনগর থেকে বাঘের একটি চামড়াসহ দুজনকে আটক করা হয়েছিল৷
নুরুল আলম বলেন, সকালে জেলেদের মাধ্যমে খবর পেয়ে ওই এলাকা থেকে মরা বাঘটির অংশ উদ্ধার করা হয়৷
‘‘পুরো এলাকাজুড়ে দুর্গন্ধ ছড়ানোর ফলে দেহাবশেষের কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না৷” বয়সের কারণে মাসাধিক আগে প্রাণীটি মারা যায় বলে ধারণা করা হচ্ছে৷ তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহাবশেষের নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হবে৷ মৃত বাঘটি মাটিতে পুতে রাখা হবে৷
এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে নুরুল আলম জানান৷
মৃত্যুর কারণ জানতে দেহাবশেষের নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলে বন কর্মকর্তা জানান৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)