1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

চার ডিসেম্বর ট্রাম্পের পরবর্তী শুনানি

৫ এপ্রিল ২০২৩

ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। ট্রাম্প সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন।

https://p.dw.com/p/4Phnp
ডনাল্ড ট্রাম্প
ছবি: Timothy A. Clary/Pool Photo/AP/picture alliance

আদালতে ঢোকার পর সোমবার পুলিশ প্রথমে তাকে  নিয়মমতো গ্রেপ্তার করা হয় এবং পরে ছেড়ে দেয়া হয়। এরপর একটি একটি করে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো শোনানো হয়। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে সব মিলিয়ে ৩৪টি অভিযোগ আনা হয়। ডনাল্ড ট্রাম্প প্রতিটি অভিযোগ অস্বীকার করেছেন।

আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী চার ডিসেম্বর। ট্রাম্পের আইনজীবীদের বক্তব্য, যে অভিযোগুলো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা হয়েছে, তার জন্য সর্বাধিক চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে ট্রাম্পের ক্ষেত্রে বড়জোড় জরিমানা হওয়ার আশঙ্কা আছে।

অভিযুক্ত হলে আগামী বছর ট্রাম্প ভোটে লড়তে পারবেন না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু ট্রাম্প ইতিমধ্যেই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু করে দিয়েছেন। ঘোষণা করে দিয়েছেন, আগামী নির্বাচনে ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াই করবেন তিনি। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা প্রমাণিত হলে ট্রাম্পের নির্বাচনে লড়া কার্যত সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।

এসজি/জিএইচ (রয়টার্স, বিবিসি)