চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী
৭ অক্টোবর ২০২৪মাইক্রোআরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা বিষয়ক গবেষণার জন্য তাদের নোবেল পুরষ্কার দেয়া হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সুইডেনের কারোলিন্সকা ইন্সটিটিউটের নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, "এ বছর দুইজন বিজ্ঞানীকে জিন নিয়ন্ত্রণ ব্যবস্থা ও তার একটি মৌলিক নীতি আবিষ্কারের জন্য নোবেল পুরষ্কারে সম্মানিত করা হচ্ছে। "
মাইক্রোআরএনএ তে তাদের এই 'যুগান্তকারী' আবিষ্কারের গুরুত্বের কথা উল্লেখ করে তারা বলেন, "জিন নিয়ন্ত্রণের একটি সম্পূর্ণ নতুন নীতি প্রকাশ করেছেন, যা মানুষ ও অন্যান্য বহুকোষী জীবের জন্য প্রয়োজনীয় বলে প্রমাণিত হয়েছে।"
সাধারণত জিন নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধমেই শরীরের কোষ অভিন্ন জিনগত তথ্য বহন করে থাকে। কিন্তু শুধুমাত্র কোষের সঙ্গে প্রাসঙ্গিক জিনটি তার ধরন অনুসারে তথ্য কার্যকর করে থাকে। এ কারণেই কোষগুলোর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেমন পেশী ও স্নায়ু কোষ।
১৯৫৩ সালে জন্মগ্রহণ করা অ্যামব্রোস ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস মেডিকেল সালে ও ১৯৫২ সালে জন্ম নেয়া রুভকান হার্ভার্ড মেডিকেল স্কুল এবং ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে কর্মরত রয়েছেন।
এসএইচ/এসিবি (ডিপিএ)