1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিন্তাশীল বইয়ের অভাব

১৭ ফেব্রুয়ারি ২০১২

বই মেলার ষোল দিন পেরিয়ে গেছে৷ মেলার এই মাঝামাঝি সময়ে এসে প্রতিদিনই বাড়ছে আগ্রহী মানুষের ভীড়৷ বাড়ছে বইয়ের বিক্রিও৷ তবে পাঠকদের মধ্যে চিন্তাশীল বইয়ের চেয়ে বিনোদনধর্মী বইয়ের প্রতিই আগ্রহ বেশি৷

https://p.dw.com/p/144JY
Ekushey Book Fair 2012 in dhaka, Bangladesh
ছবি: DW

প্রবন্ধ ও গবেষণাধর্মী বইয়ের প্রতি পাঠকের আগ্রহ কম বলে মনে করেন কথা প্রকাশ'এর পরিচালক মিজান রহমান৷ শুধু তাই নয়, চিন্তাশীল বইয়ের চেয়ে বিনোদনমূলক বইয়ের প্রতিই পাঠকের আগ্রহ বেশি বলেও মনে করেন তিনি৷

বৃহস্পতিবার ডিডাব্লিউ রেডিওকে দেয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি৷

মিজান রহমান বলেন, জনপ্রিয় সাহিত্যিকদের উপন্যাস ‘বিশেষ করে যেগুলো শুধুই বিনোদন মূলক' এইরকম বইগুলোই পাঠকেরা কিনছেন বেশি৷

Ekushey Büchermesse 2012 in Dhaka, Bangladesch
চিন্তাশীল বইয়ের প্রতি পাঠকের আগ্রহ কি সত্যি কমে যাচ্ছে?ছবি: DW

প্রবন্ধ বা গবেষণাধর্মী বই না কেনার পেছনের কারণ হিসেবে মিজান উল্লেখ করেন যে, ‘একটি ভালো বই কেনার জন্য সেটি কিছুটা দেখতে হয়, যাচাই করতে হয়৷ কিন্তু বই মেলার যে পরিবেশ, সেখানে খুবই স্বল্প জায়গা কিন্তু প্রচুর মানুষের ভীড়৷ এই ভীড়ের মধ্যে একটি বই যাচাই করার কোনো সুযোগ নেই৷ তাই যে বই সহজে চোখে পড়ছে সেটিই কিনে নিচ্ছেন অধিকাংশ পাঠক৷'

বই মেলার আজ সতেরোতম দিন চলছে৷ মেলার এই মাঝামাঝি পর্যায়ে এসে মেলায় প্রতিদিনই দর্শনার্থীদের ভীড় বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন ৷

এছাড়া গত ১৩ ফেব্রুয়ারি ছিলো পয়লা ফাল্গুন এবং ১৪ই ফেব্রুয়ারি ছিলো বিশ্ব ভালোবাসা দিবস৷ এইসব দিবস উপলক্ষে অনেক বেশি তরুণ তরুণীরা মেলায় এসেছিলো বলেও উল্লেখ করেন তিনি৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারুক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান