চীনে নতুন এক ভাইরাস নিয়ে আতঙ্ক
২০ এপ্রিল ২০১৩শুরুতে মনে হয়েছিল ‘বার্ড ফ্লু', এ নিয়ে কথাও কম হয়নি৷ তবে নিশ্চিত করে যে রোগটিকে ‘বার্ড ফ্লু' বলা হবে তার উপায় নেই৷ সংশয় আছে প্রচুর৷ চীনে এ পর্যন্ত সংক্রমণ দেখা দিয়েছে ৮৮ জনের দেহে, তার মধ্যে শুক্রবার পর্যন্ত মারা গেছে ১৭ জন৷ রোগে আক্রান্তদের বেশির ভাগই শাংহাই এবং তার আশপাশের রাজ্য আনহুই, জিয়াংসু এবং ঝেজিয়াং-এর৷
চীনের আয়তন এবং জনসংখ্যা দেখলে সংক্রমিতের সংখ্যাকে খুব বেশি বলা যাবে না৷ কিন্তু ব্যাপকতা পেতে কতক্ষণ! সে আশঙ্কা থেকেই শুক্রবার আদৌ এইচ সেভেন-এন নাইন-এর সংক্রমনের কারণেই এ রোগ দেখা দিয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য জরুরি পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জি যিনপিং৷ ‘বার্ড ফ্লু'-র প্রাদূর্ভাবের আশঙ্কা দূরে রাখতে আগের দিন থেকেই চীনে বন্য পাখি এবং প্রাণী বিক্রি বন্ধ করে দিয়েছে সরকার৷
এদিকে, এক সংবাদ পত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে অনেক বন্য পাখি উড়ে এসে মিশে গেছে চীনের হাঁস আর মুরগির সঙ্গে৷ এ খবরে আতঙ্ক বাড়ার কথা, বেড়েছেও৷ তবে খুব শিগগিরই হয়ত এ অবস্থা থেকে মুক্তিও মিলবে৷ এ আশা করা যাচ্ছে, কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চীনের প্রতিনিধি মাইকেল ও'লিয়েরি জানিয়েছেন তাদের একটি দল ইতিমধ্যে পৌঁছে গেছে চীনে৷ সাত দিন থাকবেন তাঁরা৷ কাজ একটাই – যে রোগ নিয়ে এত আতঙ্ক তার জন্য এইচ সেভেন-এন নাইন নাকি, অন্য কোনো ভাইরাস দায়ী, সেটা জানা৷
এসিবি/ডিজি (ডিপিএ)