চীনে ইন্টারনেটের উপর নজরদারি বাড়ছে
১ জানুয়ারি ২০১০বিজ্ঞাপন
২০০৯ সালে প্রায় ৫,৪০০টি অনলাইন পর্ণোগ্রাফির সাথে সম্পর্কিত সন্দেহভাজনদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে চীন এবং ইন্টারনেটের উপর বাড়িয়েছে নজরদারি৷
জন নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, ইন্টারনেট পরিশোধন এবং অনলাইন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দেশটির সুস্থিতির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত৷
মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক প্রায় ৯০০০ টি পর্ণোগ্রাফি ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে এবং ৫,৩৯৪ টি সন্দেহভাজনকে ধরা হয় গেল বছর৷ তবে, এ বিবরণটিতে কতজনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা বা কতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তা সুস্পষ্ট নয়৷
সাইবারস্পেসের উপর বেইজিং এর এ পদক্ষেপটিকে বলা হচ্ছে ‘গ্রেট ফায়ারওয়াল অব চায়না'৷
প্রতিবেদক: আসফারা হক
সম্পাদনা: আবদুস সাত্তার