1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে বছরে ২৪শ’ আর ইরানে ৩৬৯টি মৃত্যুদণ্ড

৩ নভেম্বর ২০১৪

মৃত্যুদণ্ড তুলে দেয়ার দাবি বিশ্বজুড়ে৷ কিন্তু বাস্তবতা হলো মৃত্যুদণ্ড কার্যকরও হচ্ছে বিভিন্ন দেশে৷ এক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর অন্তত ২৪’শ মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে চীনে৷

https://p.dw.com/p/1DfTC
Symbolbild Todesstrafe Galgen
ছবি: picture-alliance/dpa

তালিকায় এর পরই আছে ইরান, ইরাক, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র৷

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা ডুই হুয়া ফাউন্ডেশন জানিয়েছে, তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০১৩ সালে অন্তত ২৪শ লোককে মৃত্যুদণ্ড দিয়েছে৷ সংস্থাটি আরো জানায়, ২০১২ সালের তুলনায় শতকরা ২০ ভাগ কমলেও চীনে মৃত্যুদণ্ডের হার এখনো সবচেয়ে বেশি৷

অবশ্য চীন মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম বা তালিকা প্রকাশ করে না৷ সে কারণে গত জুনে প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দেশটির নাম সবার উপরে রাখা হলেও, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রকৃত সংখ্যা উল্লেখ করা সম্ভব হয়নি৷ ২০১৩ সালে চীন অন্তত এক হাজার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ধরে নিয়ে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর তালিকায় তাদের সবার ওপরে রাখে অ্যামনেস্টি৷ তারপরই এসেছে ইরান আর ইরাকের নাম৷ প্রতিবেদনে বলা হয়, গত বছর চীন ছাড়া সারা বিশ্বে মোট ৭৭৮টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে৷ এর মধ্যে ইরানে এই দণ্ড পাওয়ায় জীবনাবসান হয় ৩৬৯ জনের আর ইরাকে ১৬৯ জনের৷

মৃত্যুদণ্ড নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বশেষ প্রতিবেদনে চীন, ইরান এবং ইরাকের পরেই স্থান পেয়েছে সৌদি আরব আর যুক্তরাষ্ট্র৷ ২০১৩ সালে অন্তত ৭৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র দিয়েছে ৩৯ জনকে৷ তবে আশার কথা হলো, গত চার বছরে প্রথম বারের মতো ইউরোপ আর মধ্য এশিয়ায় কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি৷

এসিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য