1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে রোজা রাখায় নিষেধাজ্ঞা

১০ জুন ২০১৬

চীনের শিনঝিয়াং প্রদেশে প্রায় এক কোটি মুসলমানের বাস৷ সেখানকার কয়েকটি সরকারি অফিসের ওয়েবসাইটে রোজা রাখা ও ধর্মীয় রীতি পালনের উপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে৷

https://p.dw.com/p/1J46T
China Uiguren
ছবি: picture-alliance/dpa/H. W. Young

রাজ্যের করলা শহর কর্তৃপক্ষের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘‘সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও শিশুরা রোজা রাখতে পারবেন না এবং কোনো ধর্মীয় রীতি পালন করতে পারবেন না৷'' এছাড়া রোজার মাসে খাবার ও পানীয়ের দোকানও বন্ধ রাখা যাবে না বলে জানানো হয়েছে৷ যদিও চীনের মন্ত্রিসভা বলেছে, মুসলমানরা চাইলে রোজার সময় তাদের রেস্তোরাঁ ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারে৷

শুইমগু জেলার শিক্ষা বিভাগের ওয়েবসাইটে একটি নোটিস জারি করা হয়েছে৷ তাতে রোজার মাসে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মসজিদে যেতে নিষেধ করা হয়েছে৷

উল্লেখ্য, শিনঝিয়াং রাজ্যের মুসলমানরা উইগুর সম্প্রদায়ের৷ সেখানকার নিরাপত্তা কর্মীদের সঙ্গে উইগুরদের মাঝেমধ্যেই সংঘাত লেগে থাকে৷ মানবাধিকার সংস্থাগুলোর মতে, সংখ্যালঘু উইগুরদের উপর বিভিন্ন ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞা শিনচিয়াং রাজ্যে উত্তেজনার কারণ৷

বিশ্ব উইগুর কংগ্রেস এর দিলশাত রক্ষিত রোজা রাখার উপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে নিন্দা জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘চীন মনে করে উইগুরদের ইসলামি বিশ্বাস বেইজিং-এর শাসকদের জন্য হুমকি৷''

ভারতের মুসলমানরা চীনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে৷ তারা চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এর প্রতিমূর্তি পুড়িয়েছে৷

এদিকে, শিনঝিয়াং প্রদেশের সরকারি কার্যালয় থেকে যখন রোজার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তখন ঐ রাজ্যেরই শীর্ষ কমিউনিস্ট নেতা মুসলমানদের রোজার শুভেচ্ছা জানিয়েছেন৷

#

জেডএইচ/ডিজি (এএফপি)