চীনের কারণে যুক্তরাষ্ট্রের বড় ক্ষতি
১৪ জুন ২০১৯চীনের পর্যটকদের কাছ থেকে বছরে মোট ৩৬.২ বিলিয়ন ডলার (৩২ বিলিয়ন ইউরো) আয় হতো যুক্তরাষ্ট্রের৷ বিশ শতকের শুরু থেকে চীনের পর্যটকেরা ব্যাপক হারে যেতে শুরু করে যুক্তরাষ্ট্রে৷ ২০০৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের আরো দ্রুত বাড়তে থাকে চীনা পর্যটক৷ গত বছর যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ শুরুর পরও জারি ছিল এই ধারা৷ যুক্তরাষ্টের পর্যটন বিভাগের প্রধান আশা করেছিলেন ২০২২ সাল পর্যন্ত এমনই চলবে৷ কিন্তু এ বছর কমতে শুরু করেছে চীনের পর্যটক৷সে দেশের ভ্রমণ ও পর্যটন কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী, এ বছর গত বছরের তুলনায় চীনা পর্যটক শতকরা সাড়ে পাঁচভাগ কমেছে৷
দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের কারণেই এমনটি হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা৷ পর্যটনখাতে এক রকমের ধস নামিয়ে দেয়া এই প্রবণতা রুখতে চীনাদের জন্য যুক্তরাষ্ট্রে নেয়া হচ্ছে বিশেষ উদ্যোগ৷ ম্যাকাউ বিশ্ববিদ্যালয়ের পর্যটন অনুষদের অধ্যাপক গ্লেন ম্যাককার্টনি জানান, ডিজাইনার ব্র্যান্ডগুলোর দোকান এবং হোটেলে মান্ডারিন ভাষা জানা কর্মীদের নিয়োগ দেয়া হচ্ছে৷ গ্রিন টি রাখা হচ্ছে চীনা ক্রেতাদের কথা মাথায় রেখে৷কিন্তু এত করেও বিশেষ লাভ হচ্ছে না৷ যুক্তরাষ্ট্র বাদ দিয়ে এখন ইউরোপ বা এশিয়ার দেশগুলোতে যাচ্ছেন চীনের নাগরিকরা৷ যুক্তরাষ্ট্রে চীনের প্রত্যেক পর্যটক গড়ে পাঁচ হাজার নয়শো ইউরো ব্যয় করতেন৷ যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের কারণে তা চলে যাচ্ছে অন্য দেশে৷
নিক মার্টিন/এসিবি