চুক্তি-জট: আইফেল টাওয়ারের কর্মীরা ধর্মঘটে
কর্মীরা ধর্মঘটে। সাধারণ মানুষের কাছে বন্ধ হলো প্যারিসের প্রতীক হিসাবে পরিচিত আইফেল টাওয়ার।
কেন বন্ধ?
আইফেল টাওয়ারের কর্মীদের সঙ্গে সিটি অফ প্যারিসের চাকরির চুক্তি সংক্রান্ত আলোচনা ভেস্তে গেছে। এরপরই বুধবার কর্মীরা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেন।
কতদিন চলবে?
কর্মীদের এই ধর্মঘট কতদিন চলবে তা কর্মী-ইউনিয়ন জানায়নি। ফলে এই ধর্মঘট কতদিন চলবে তা এখনো স্পষ্ট নয়।
পর্যটকরা কতদূর যেতে পারবেন?
পর্যটকরা আইফেল টাওয়ারের নিচ পর্যন্ত যেতে পারবেন। কিন্তু আইফেল টাওয়ারের উপরে উঠতে পারবেন না। উপর থেকে প্যারিসের দৃশ্য দেখতে পারবেন না। ফলে প্যারিসের অন্যতম আকর্ষণ থেকে বঞ্চিত হবেন তারা।
২০২৪-এর প্যারিস অলিম্পিক
২০২৪ সালে অলিম্পিক প্যারিসে হচ্ছে। সেখানে আইফেল টাওয়ার অন্যতম ভূমিকা পালন করবে। ইতিমধ্যেই আইফেল টাওয়ারের পাশে অলিম্পিকের প্রতীক লাগানো হয়েছে। আইফেল টাওয়ারকে সামনে রেখেই অলিম্পিক-প্রচার করা হবে। প্যারিসে আসার জন্য আবেদন জানানো হবে।
প্রতিদিন ২০ হাজার দর্শক
প্রতিদিন আইফেল টাওয়ার দেখতে যান ২০ হাজার পর্যটক। এটা আর নিছক টাওয়ার নয়, ফ্রান্স ও প্যারিসের প্রতীক। প্যারিসের অন্যতম পর্যটক আকর্ষক স্থান।
রঙিন আলোতে
প্রতি সন্ধ্যায় রঙিন আলোতে অপরূপ হয়ে ওঠে আইফেল টাওয়ার। এই ছবিতে ইউক্রেনের রঙে সেজেছে এই টাওয়ার। রাশিয়ার সঙ্গে যুদ্ধের পর ইউক্রেনের প্রতি ফ্রান্সের সহমর্মিতা দেখাতে।
আইফেলের মৃত্যু-শতবর্ষ
ফরাসি বিপ্লবের শতবর্ষ উপলক্ষে ১৮৮৭ থেকে ১৮৮৯ পর্যন্ত আইফেল টাওয়ার তৈরি হয়। তৈরি করেছিলেন গুস্তাভ আইফেল। তিনি ২৭ ডিসেম্বর ১৯২৩ সালে মারা যান। তার মৃত্যুর শতবর্ষে কর্মী ধর্মঘটে বন্ধ হলো আইফেল টাওয়ার। তবে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি অনুষ্ঠান বুধবার সামাজিক মাধ্যমে ও ফরাসি টেলিভিশনে প্রচারিত হয়েছে। কারণ, এটি আগে থেকেই রেকর্ড করা ছিল।