1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগে হিরো, বুন্ডেসলিগা-য় জিরো

২৪ অক্টোবর ২০১৪

বোরুসিয়া ডর্টমুন্ড-কে নিয়ে এমন মন্তব্য বোধ হয় করাই যায়৷ কারণ দলটি জাতীয় লিগের শেষ পাঁচ ম্যাচে জয় না পেলেও ইউরোপীয় লিগের প্রথম তিন ম্যাচই জিতেছে বেশ ভালোভাবে৷

https://p.dw.com/p/1Db7L
Champions League Borussia Dortmund vs. Galatasary 22.10.2014
ছবি: Getty Images

বুন্ডেসলিগা-র পয়েন্ট তালিকায় ডর্টমুন্ডের বর্তমান অবস্থান ১৪৷ গত ২৭ বছরের ইতিহাসে এতটা খারাপ শুরু আর করেনি ডর্টমুন্ড৷ তাইতো বুধবার চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাই-এর বিরুদ্ধে ৪-০ গোলের বড় জয়ের পরই যখন অধিনায়ক মাটস হুমেলস-এর সঙ্গে কথা বলা গেছে, তিনি বুন্ডেসলিগা-র কথা টেনে এনেছেন৷ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘এসব কিছুর (গালাতাসারাই এর বিরুদ্ধে জয়) কোনো মানে হবে না যদি শনিবার আমরা হানোফার-কে (বুন্ডেসলিগা ম্যাচে) হারাতে না পারি৷'' কোচ ইয়ুর্গেন ক্লপও হানোফার-কে নিয়ে এখনই চিন্তা শুরু করে দিয়েছেন৷

আর সেটা না করে উপায়ই বা কী আছে? কারণ এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত পরিস্থিতি এমনও হতে পারে যে, ডর্টমুন্ড হয়ত আগামী বছর চ্যাম্পিয়নস লিগে খেলারই সুযোগ পেল না৷ ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হান্স-ইওয়াখিম ভাৎস্কে-র কথায় এমন আভাস পাওয়া গেছে৷ তিনি কথা বলছিলেন ক্লপ-এর ভবিষ্যৎ নিয়ে৷ শেষ পাঁচটি লিগ ম্যাচে জয় না পেলেও ক্লপ-এর চাকরির নিশ্চয়তা আছে বলেই জানান ভাৎস্কে৷ তিনি বলেন, ‘‘আমি সবসময় বলেছি যে, কোচই (ক্লপ) সিদ্ধান্ত নেবেন যে কবে তিনি ডর্টমুন্ড ছাড়বেন৷ এটা এখনও বলবৎ আছে৷

‘‘ডর্টমুন্ড যদি চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হারিয়েও ফেলে তবুও ডর্টমুন্ডের কোনো সমস্যা হবে না,'' বলেন দলের প্রধান নির্বাহী৷

বায়ার্ন-ম্যোনশেনগ্লাডবাখ

চলতি সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ড-এর চেয়েও বড় জয় পায় বায়ার্ন মিউনিখ৷ রোমে গিয়ে রোমার বিরুদ্ধে তারা ৭-১ গোলের রেকর্ড গড়া জয় পায়৷ বায়ার্ন-এর ইতিহাসে চ্যাম্পিয়নস লিগে অ্যাওয়ে ম্যাচে এত বড় জয় আর পায়নি দলটি৷ সেই বায়ার্ন রবিবার বুন্ডেসলিগা ম্যাচে লড়বে বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখ-এর বিরুদ্ধে৷ লিগে গ্লাডবাখ-এর অবস্থান বর্তমানে দ্বিতীয়৷ বায়ার্ন-এর সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান চার৷ সে হিসেবে রবিবারের ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা৷

জেডএইচ/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য