1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগের মরশুম জমে উঠছে

১২ সেপ্টেম্বর ২০১১

বার্সেলোনা, বায়ার্ন সহ ইউরোপের ক্লাবগুলি চ্যাম্পিয়নস লিগের মরশুমের জন্য নিজেদের প্রস্তুত করে তুলছে৷ বার্সেলোনা নিজেদের সাফল্য ধরে রাখতে বদ্ধপরিকর৷

https://p.dw.com/p/12XRf

ইউরোপের ফুটবল জগতে প্রতিযোগিতার অভাব নেই, কিন্তু ক্লাব পর্যায়ে সবার শীর্ষে রয়েছে চ্যাম্পিয়নস লিগ৷ দীর্ঘ প্রক্রিয়ার পর লিগ জয় করার আনন্দ ও গর্বের মাত্রই আলাদা৷ তবে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার লড়াইয়ের ফলে প্রায় কোনো ক্লাবের পক্ষেই সাফল্য ধরে রাখা সম্ভব হয় না৷ এর আগে মাত্র একবার এর ব্যতিক্রম দেখা গিয়েছিল৷ ১৯৮৯ সালে এসি মিলান ইউরোপীয় কাপ জেতার পর পরের বছরও সেই সাফল্য ধরে রাখতে পেরেছিল৷

চ্যাম্পিয়নস লিগ জয়ী বার্সেলোনা মঙ্গলবার নতুন মরশুমে যাত্রা শুরু করছে৷ আগামী বছরের মে মাসে মিউনিখে চ্যাম্পিয়নস লিগ ধরে রাখার স্বপ্ন দেখছে কোচ পেপ গুয়ার্দিওলার টিম৷ এবারে গ্রুপ এইচ'এ তাদের প্রথম প্রতিপক্ষই এসি মিলান৷ কিন্তু চোট পাওয়ার ফলে প্রথম ম্যাচে খেলতে পারবেন না আলেক্সিস সানচেস ও জেরার পিক৷ কোচ গুয়ার্দিওলা সাভি'কেও খেলাবেন বলে মনে হচ্ছে না৷ গত শনিবারই রেয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে জমজমাট ম্যাচে দুর্দান্ত খেলেছেন তিনি৷

লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বায়ার্ন মিউনিখও৷ ফ্রাইবুর্গ'এর বিরুদ্ধে ৭-০ জয়ের পর বায়ার্ন বেশ খোশমেজাজে রয়েছে৷ বুধবার ভিলারেয়ালের বিরুদ্ধে ম্যাচের আগে যথেষ্ট আত্মবিশ্বাস দেখা যাচ্ছে টিমের মধ্যে৷ সোমবার অধিনায়ক ফিলিপ লাম বলেছেন, ‘‘আনন্দের এই উচ্ছ্বাস বন্ধ করার কারণ নেই৷ তবে চ্যাম্পিয়নস লিগ যে বুন্ডেসলিগার থেকে আলাদা, সেকথা আমরা সবাই জানি৷'' চ্যাম্পিয়নস লিগের মরশুমেও নিজের দল সম্পর্কে বেশ আস্থার সুর শোনা গেল তাঁর কণ্ঠে৷ তাঁর মতে, বার্সেলোনার সঙ্গে এক গ্রুপে না থাকলেই হলো৷ অন্য যে কোনো গ্রুপে বায়ার্ন'কেই স্বাভাবিকভাবেই ফেভারিট হিসেবে গণ্য করা হয়৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক