1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগ

৫ এপ্রিল ২০১৩

দু’টি দেশের মধ্যে খেলা নয়৷ তবে দু’টি দেশের ফুটবল শৈলী কিংবা সংস্কৃতির মধ্যে খেলা বৈকি৷ ইংল্যান্ডের বহুদিনের দাপটের অন্ত, যদিও ফাইনালটা হবে ওয়েম্বলে’তে৷

https://p.dw.com/p/18AAP

মজার কথা, জার্মান জাতীয় একাদশের কোচ ইওয়াখিম ল্যোভ কিন্তু বার্সেলোনা এবং স্পেনীয় ফুটবল শৈলীর অনেকদিনের ভক্ত৷ অন্যদিকে রেয়াল মাদ্রিদ ঠিক ঐ জার্মান একাদশের মেসুত ও্যজিল ও সামি কেদিরা'র মতো প্লেয়ারদের উঠিয়ে আনতে এক মুহূর্ত দ্বিধা করেনি৷

আবার বার্সার সাবেক কোচ পেপ গুয়ার্দিওলা বার্সেলোনা ছাড়তে না ছাড়তে তাঁকে লুফে নিয়েছে বায়ার্ন মিউনিখ৷ গুয়ার্দিওলা'ও ইংল্যান্ডের কোনো ক্লাবে না গিয়ে মিউনিখে আসছেন৷ সব মিলিয়ে ইউরোপীয় ফুটবলে এখন স্পেন বনাম ইংল্যান্ড না হয়ে, স্পেন বনাম জার্মানিও না হয়ে, যা চলেছে, তাকে স্পেন যোগ জার্মানি বলা চলে৷ এক ধরনের ‘মিউচুয়াল অ্যাডমিরেশন সোসাইটি' বা পারস্পরিক প্রশংসা সমিতি৷

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এবার রেয়াল ,বার্সা, মিউনিখ এবং বোরুসিয়া ডর্টমুন্ডের থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি৷ বুধবার ওয়েজিল'এর পাসেই রোনাল্ডো রেয়ালের হয়ে প্রথম গোলটি করেন৷ গালাতাসারাই'এর বিরুদ্ধে রেয়াল জেতে ৩-০ গোলে৷

রেয়াল যদি আগামী মঙ্গলবার সেকেন্ড লেগে আবার জেতে, তাহলে সেমি'তে তাদের ডর্টমুন্ডের মুখোমুখি হবার ভালো সম্ভাবনা থাকবে৷ অন্যদিকে মালাগা'র বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর ডর্টমুন্ডকে ফিরতি লেগে জিততেই হবে৷ বায়ার্ন ফার্স্ট লেগে ইটালির ইউভেন্তুস'কে হারিয়েছে ২-০ গোলে৷ এবার তারা শনিবার বুন্ডেসলিগা খেতাবটা নিশ্চিত করে মঙ্গলবার আবার ইউভেন্তুস তুরিন'কে এক হাত দেখে নিতে পারে৷ সাধে কি ইউভে'র কোচ আন্তোনিও কন্তে বায়ার্নকে ইউরোপ তথা ফুটবলের ‘‘পরাশক্তিদের'' মধ্যে ফেলেছেন৷

বাকি রইল বার্সা৷ প্যারি' সাঁ-জার্মাঁ'য় ২-২ গোলে ড্র করাটা অপ্রত্যাশিত হলেও, এবং স্বয়ং মেসি ম্যাজিক মাঠে না থাকার দুর্যোগ দেখা দিলেও, বার্সা বার্সাই৷ মঙ্গলবার নু ক্যাম্পে ‘ইসি প্যারি' বা ‘এখানে প্যারিস' বলে চিৎকার করার লোক কম থাকবে৷ কাজেই লাইন-আপ'টা ধীরে ধীরে সম্পূর্ণ হচ্ছে৷

প্রশ্ন থেকে যায়: তাহলে ক্লাব ফুটবলে মুকুটটা কা'কে দেওয়া যায়? স্পেনকে, না জার্মানিকে? দু'টি দেশের কাউকেই নয়৷ কারণ কি জানেন? ঐ তো, জার্মানেই বলে: ‘ক্যোনিশ ফুসবাল'৷ অর্থাৎ আসল রাজা তো ফুটবল৷

এসি / এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য