শেষ ১৬ নিয়ে তুমুল উত্তেজনা
১৭ ডিসেম্বর ২০১৮সোমবার নকআউট পর্বের ড্র শেষে দেখা যায়, মুখোমুখি দাঁড়িয়েছে পাঁরি সঁ জার্মেই-ম্যানচেস্টার ইউনাইটেড৷ ইউভেন্টুসের প্রতিপক্ষ আটলেটিকো মাদ্রিদ৷ গতবারের রানার-আপ লিভারপুলের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ৷ বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে৷ বার্সেলোনা খেলবে অলিম্পিক লিওঁর বিপক্ষে, আর রেয়ালের প্রতিপক্ষ আয়াক্স৷
গ্রুপ পর্বে লিভারপুল ও বায়ার্নকে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে৷ শেষ ষোলোতে এসে তারাই দাঁড়িয়ে গেছে পরস্পরের মুখোমুখি৷ গত রবিবার শাকিরির জোড়া গোলে গ্রুপ পর্বের শীর্ষে নিজেদের অবস্থান নিশ্চিত করে লিভারপুল৷ ১৭ ম্যাচে তাদের পয়েন্ট হয় ৪৫৷ এদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়াক্স আমস্টারডামের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বাভারিয়ানরা৷ তারপরও ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখে দলটি৷
এক নজরে শেষ ষোলোর লাইনআপ
ম্যানচেস্টার ইউনাইটেড-পাঁরি সঁ জার্মেই
ইউভেন্টুস-আটলেটিকো মাদ্রিদ
রেয়াল মাদ্রিদ-আয়াক্স
বার্সেলোনা-অলিম্পিক লিওঁ
লিভারপুল-বায়ার্ন মিউনিখ
ম্যানচেস্টার সিটি - শালকে
টটেনহাম-বোরুসিয়া ডর্টমুন্ড
রোমা-পোর্তো
বায়ার্ন-লিভারপুল মুখোমুখির ঘটনায় চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে যোগ হচ্ছে আরেকটি উত্তেজনাকর ম্যাচ৷ এই উত্তেজনা ফুটবল মাঠ ছাড়িয়ে বাড়িতে বাড়িতে অ্যাংলো-জার্মান সংঘাতের রূপ নিচ্ছে৷
তবে এই ম্যাচে লিভারপুলের বর্তমান কোচ ইয়ুর্গেন ক্লপকে ঘিরে চরম উত্তেজনা৷ তিনি ২০১৩ সালের আসরে ছিলেন ডর্টমুন্ডের কোচ৷ ওই আসরেই আবার ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় বায়ার্ন৷
ড্রয়ের ঘোষণা আসার পরপরই টুইটে প্রতিক্রিয়া জানান জার্মান ডিফেন্ডার ম্যাট হুমেলস৷ ডর্টমুন্ডের সাবেক কোচের মুখোমুখি হওয়াটা হুমেলসের জন্য বেশ উত্তেজনাকর বলেই মনে হচ্ছে৷