1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছয় মাস কম বেতন নেবেন মন্ত্রীরা

১৫ এপ্রিল ২০২০

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার পর অসাম্প্রদায়িকতা আর মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্দার্ন৷ করোনা সংকটেও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি৷

https://p.dw.com/p/3ax1q
ছবি: AFP/Getty Images/S. Keith

২০১৯ সালে ক্রাইস্টচার্চের মসজিদে নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেছিল এক সন্ত্রাসী৷ ইসলামবিদ্বেষ ছড়াতে চালানো সেই হামলার বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছিলেন জাসিন্ডা৷ আহতদের পাশে দাঁড়িয়ে, হিজাব পরে মুসলমানদের প্রতি সহমর্মিতা ও একাত্মতা প্রকাশ করে হয়ে উঠেছিলেন বিশ্ব নেতৃত্বের আদর্শ৷

করোনা সংকটেও একই ভূমিকায় তিনি৷ দেশে ভাইরাসের সংক্রমণ বাড়ার আগেই নিয়েছেন বেশ কিছু কঠোর সিদ্ধান্ত৷ সংক্রমণ খুব একটা ছড়াতে পারেনি৷ তবে লকডাউনে জনগণের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়েছে, অর্থনীতিতেও পড়েছে কুপ্রভাব৷  

কষ্টের সময় দীর্ঘ হতে পারে৷ তবে বেশি দীর্ঘ যাতে না হয়, দেশের অর্থনীতি আবার যাতে সুসংহত হয়, সেজন্য আগামী ছয় মাস ২০ ভাগ কম বেতন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী৷ অবশ্য তিনি একা নন, বিবৃতিতে জাসিন্ডা আর্দার্ন জানিয়েছেন, তার মন্ত্রিপরিষদের সব সদস্য, সরকারি অফিসের সব প্রধান নির্বাহীও ২০ ভাগ কম বেতন নেবেন আগামী ছয় মাস৷ বিরোধী দলের নেত্রী সায়মন ব্রিজেস জানিয়েছেন তিনিও সরকারের এই উদ্যোগের সঙ্গী হবেন৷

এসিবি/কেএম (এপি)