ছুটি বাড়ছে না, সীমিত পরিসরে খুলবে অফিস
২৭ মে ২০২০জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বরাত দিয়ে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বুধবার এ তথ্য জানায়৷
প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, নতুন করে ছুটির মেয়াদ না বাড়িয়ে ৩১মে থেকে ১৫জুন পর্যন্ত স্বাস্থ্যবিধিসহ বেশ কয়েকটি শর্ত মেনে সীমিত পরিসরে অফিস চালুর বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন৷
ওই সময় পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চলবে৷ তবে বয়স্ক, অসুস্থ এবং সন্তানসম্ভবাদের এ সময় অফিসে আসা যাবে না৷
এই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণপরিবহণও বন্ধ থাকবে৷ গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে৷ গত ১ এপ্রিল নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও করোনা মহামারির কারণে স্থগিত হয়ে যায়৷
এ বিষয়ে প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, ‘‘শিক্ষা প্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে, তবে অনলাইন বা ভার্চুয়াল ক্লাস চলবে৷’’
৩১মে থেকে ১৫জুন পর্যন্ত গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচলও বন্ধ থাকবে৷ তবে স্বাস্থ্যবিধি মেনে কর্মস্থলে যাতায়াতের জন্য যানবাহন ও ব্যক্তিগত যানবাহন চালু থাকবে বলে জানান তিনি৷
বলেন, ‘‘স্বাস্থ্যবিধি অনুযায়ী বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় বিমানও চালাতে পারবে৷’’
করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে দেশে টানা সাধারণ ছুটি চলছে৷
টানা ৬৬ দিনের সাধারণ ছুটির পর অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও এই সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ করা যাবে না বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ৷ নাগরিকদের চলাফেরায়ও আগের মতোই বিধি-নিষেধ থাকবে৷
প্রতিমন্ত্রী বলেন, ‘‘আগের মতোই রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সবাইকে ঘরে থাকতে হবে৷ এই সময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না৷
‘‘হাট-বাজার এবং দোকানপাটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বেচাবিক্রি চলবে৷’’
এক জেলা থেকে অন্য জেলায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘‘প্রতিটি জেলার প্রবেশ ও বের হওয়ার পথে চেক পোস্টের ব্যবস্থা থাকবে৷ জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এটা বাস্তবায়ন করবে৷’’
সভা-সমাবেশ, গণজমায়েত ও অনুষ্ঠান বন্ধ থাকবে৷ তবে মসজিদ ও ধর্মীয় উপসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা চলবে৷
এসএনএল/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
২৫ মে’র ছবিঘরটি দেখুন....