1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছোট পর্দায় রেকর্ড গড়তে চলেছেন ঋত্বিক

২ মার্চ ২০১১

শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সলমান খান বেশ কিছুকাল ধরেই ছোট পর্দায় নিজেদের জায়গা করে নিয়েছেন৷ দেরিতে হলেও টেলিভিশন জগতে এসে তাদের টেক্কা দিলেন ঋত্বিক রোশন৷

https://p.dw.com/p/10Rib
নাচের জাদুকর এবার বিচারকের ভূমিকায়ছবি: UNI

অমিতাভ বচ্চন ও শাহরুখ খান কুইজ মাস্টার হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেছেন, ছোট পর্দায় নিজেদের ব্যক্তিত্বের আলাদা মাত্রা তৈরি করেছেন৷ ঋত্বিককে অত পরিশ্রম করতে হবে না৷ তিনি ‘জাস্ট ডান্স' নামের এক রিয়েলিটি শো'র বিচারক হিসেবে কাজ করবেন৷ কিন্তু তাঁর পারিশ্রমিকের অঙ্ক শুনলে চমকে যেতে হবে৷ প্রতিটি এপিসোডের জন্য ঋত্বিক পাবেন ২ কোটি ভারতীয় টাকা! ভারতীয় টেলিভিশন জগতে যা একটা রেকর্ড৷ বিচারকের আসনে আরও থাকবেন নৃত্য পরিচালক ফারাহ খান ও ভৈবভী মার্চেন্ট৷ তাঁদের পারিশ্রমিকের অঙ্ক অবশ্য ঋত্বিকের ধারেকাছে যেতে পারবে না৷

Der indische Bollywood-Star Hrithik Roshan
রেডিওর অভিজ্ঞতা আগেই হয়ে গেচে ঋত্বিকেরছবি: UNi

স্টার প্লাস চ্যানেল আগামী মাস থেকে শুরু করতে চলেছে সেরা নাচিয়ে খোঁজার এই অনুষ্ঠান৷ বলিউড নায়কদের মধ্যে নাচের ক্ষেত্রে ঋত্বিক রোশনের যে বিশেষ পারদর্শিতা রয়েছে, তা ভাঙিয়ে অনুষ্ঠানের বিপুল জনপ্রিয়তার আশা করছেন প্রযোজকরা৷ ফলে এত বড় অঙ্কের বিনিয়োগ করতে তাঁরা পিছপা হচ্ছেন না৷

ঋত্বিকের জন্যও এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তাঁর শেষ দুটি ছবি ‘কাইটস' ও ‘গুজারিশ' বক্স অফিসে মোটেই তেমন সাফল্য পায় নি৷ ঋত্বিক বলেন, ‘‘বড় রকমের ব্যর্থতার পরেই বড় মাপের সাফল্য আসে৷''

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম