1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোশ্যাল মিডিয়ায় বিজয় দিবস

১৬ ডিসেম্বর ২০১৫

আজ বিজয় দিবস৷ ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে বাঙালি জাতি পেয়েছিল বিজয়ের স্বাদ৷ বিশ্ববাসীকে জানিয়ে দেয়া হয়েছিল বাঙালির আগমনী বাণী৷

https://p.dw.com/p/1HO5F
Bangladesch Gedenken an die getöteten Intellektuellen im Krieg mit Pakistan 1971
ছবি: DW/M. Mamun

বাংলাদেশে ও বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা আজ দিনটি উদযাপন করছেন৷ ফেসবুক, টুইটারে সেই খবর জানিয়ে দিচ্ছেন অন্যদের৷

তাপসী রাবেয়া এই দিনে একটি সুন্দর দেশ উপহার দেয়ায় মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন৷

‘বিজয়ের গল্প' নামে একটি অ্যানিমেশন ফিল্ম তৈরি করেছে ‘জাগো ফাউন্ডেশন'৷ মাত্র ১ মিনিট ৩১ সেকেন্ডের এই ভিডিওতে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে৷

ছোট্টদের জন্য ছোট্ট করে এই ইতিহাস জানানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেআনিসুল হক ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘‘এত সহজ৷ এত সাধারণ৷ এই ছোট্ট এনিমেশনটা দেখে দিন শুরু করলাম৷ এটা দেখেই কেঁদে ফেললাম – বিজয়ের গৌরবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান শুনে৷ শুভ বিজয় দিবস৷''

এদিকে, মুক্তিযুদ্ধ নিয়ে ‘হিরোসঅফ৭১' নামে একটি ভিডিও গেম তৈরি করা হয়েছে৷

মুহতাসিম শাহির সৌমিক ইতিমধ্যে গেমটি খেলে ফেলেছেন৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘কখনও জানতাম না যে পাক সেনাদের মারতে পেরে এত ভালো লাগে৷ ৬৩ জনকে মারলাম৷ ডেভেলপাররা মহৎ উদ্যোগ নিয়েছেন৷ গ্রেনেড ছোরার সময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেয়া হয়েছে সেটা সবচেয়ে ভালো লেগেছে৷''

ঢাকাস্থ মার্কিন দূতাবাস অভিনব উপায়ে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে৷ দূতাবাসের কর্মীরা মিলে শামসুর রহমানের ‘স্বাধীনতা তুমি' কবিতাটি আবৃত্তি করেছেন৷ রাষ্ট্রদূত বার্নিকাট-ও এতে অংশ নেন৷ ভিডিওটি দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে৷

ইংরেজি দৈনিক ডেইলি স্টার গত কয়েকদিন ধরে ‘১৯৭১ গণহত্যা: পাকিস্তান মিথ্যাচার করছে, এখনও' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করছে৷

এবারের বিজয় দিবসে কয়েকটি নতুন ঘটনা ঘটেছে৷ সদ্য বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা আজ প্রথমবারের মতো বাংলাদেশের নাগরিক হিসেবে বিজয় দিবস উদ্যাপন করছেন৷

বাংলাদেশ সেনাবাহিনীর নারী সেনারা এবার প্রথমবারের মতো বিজয় দিবস প্যারেডে অংশগ্রহণ করেছেন৷

বন্ধুরা, ৪৪ বছর আগে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাঙালি যে লাল-সবুজ পতাকা উড়িয়েছিল, তা আজও সগৌরবে মাথা তুলে আছে৷ কিন্তু আসলেই কি আমরা বিজয় পেয়েছি? জানান নীচের ঘরে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান