জটিল অস্ত্রোপচারে পিছিয়ে নেই কলকাতা
১০ জানুয়ারি ২০১১ইদানীং প্রায়ই সংবাদমাধ্যম সূত্রে জানা যায় কলকাতার সরকারি বেসরকারি হাসপাতালে খুব বিরল, অত্যন্ত জটিল অস্ত্রোপচারও সাফল্যের সঙ্গে হচ্ছে৷ এমন কোনও চিকিৎসা হচ্ছে যা হয়তো পাঁচ বছর আগেও ভাবা যেত না৷ চিকিৎসাবিজ্ঞানের যে সাফল্য দেশের বাইরে, আন্তর্জাতিক স্তরে পাওয়া যাচ্ছে, তার সুফল যে প্রায় সঙ্গে সঙ্গে কলকাতায় বসেই মিলছে, এমন উদাহরণও বিস্তর৷ তবে সবথেকে বেশি সাফল্য আসছে যথাসম্ভব কম কাটাছেঁড়া করে, ন্যূনতম রক্তপাত ঘটিয়ে অস্ত্রোপচারে৷ জানালেন শহরের বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ পূর্ণেন্দু রায়৷
অথচ পাঁচ-ছ বছর আগেও নাকি এ ধরনের অস্ত্রোপচারের জন্য লোকে কলকাতার বাইরে, অন্য রাজ্যে চলে যেত৷ এমনকী সঙ্গতি থাকলে লোকে বিদেশে গিয়ে অস্ত্রোপচার করিয়ে আনতেও পিছপা ছিল না৷
কলকাতার চিকিৎসকদের সঙ্গে কথা বলে যেটা স্পষ্ট বোঝা যায় যে এখন ওরা অনেক বেশি আত্মবিশ্বাসী এই শহরে বা এই রাজ্যেও উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যাপারে৷
আসলে আরও একটা ঘটনা ঘটেছে৷ সরকারি চিকিৎসা ব্যবস্থার অক্ষমতা এবং সাধারণের চিকিৎসার ভার কার্যত বেসরকারি হাতে চলে যাওয়ার পর, তার ব্যবসায়িক সম্ভাবনাটা যত উজ্জ্বল হয়েছে, এই খাতে লগ্নিও হয়েছে তত বেশি৷ ফলে প্রযুক্তিগত যেসব সুযোগসুবিধা উন্নত বিশ্বে পাওয়া যায়, তা এখন এখানেও সুলভ৷ ফলে বাণিজ্য এবং চিকিৎসা এখন হাত ধরাধরি করে হাঁটছে৷
প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক