জনশক্তি রপ্তানি
২২ মে ২০১২তাদের মতে, এসব সমস্যা মোকাবিলা করতে জনশক্তি রপ্তানি করা দেশগুলোর বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে উদ্যোগ নেয়া প্রয়োজন৷
অন্যতম প্রধান জনশক্তি রপ্তানিকারক দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশে নানা সমস্যার কারণে কমে গেছে জনশক্তি রপ্তানি৷ এমনকি পাসপোর্টে ত্রুটি থাকার অভিযোগ দেখিয়ে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ থেকে জনশক্তি ফেরত পাঠানোর ঘটনাও ঘটেছে৷ সম্প্রতি দেশে ফিরে বিক্ষোভ করেছেন অনেক শ্রমিক৷ কিন্তু তাদের সমস্যা দেখার যেন কেউ নেই৷
জনশক্তি রপ্তানি খাতে প্রায়ই এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাদের মত জনশক্তি রপ্তানিকারক দেশগুলোকে৷ বিশেষজ্ঞদের মতে অভিবাসী দেশগুলোর এ ধরণের সমস্যা মোকাবিলায় গন্তব্য দেশেরও রয়েছে সমান দায়িত্ব৷ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সংক্ষেপে আইওএম এর বাংলাদেশের প্রধান রাবাব ফাতেমার মতে, পুরো প্রক্রিয়া যদি কাভার করা যায় তাহলে এ ধরনের সমস্যা অনেক কমে আসবে৷ এ বিষয়ে প্রক্রিয়াগত কিছু সমস্যার কথা তুলে ধরেন তিনি৷
কিন্তু বর্তমান সময়ে প্রায়ই দেখা যায় শ্রমিকদের তৈরি করা কিছু সমস্যা কিংবা গন্তব্য দেশের কিছু নিয়ম নীতির কারণে সমস্যায় পড়েন অভিবাসী শ্রমিকরা৷ আর এসব সমস্যা মোকাবিলা করতে জনশক্তি রপ্তানি করা দেশগুলোর বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা৷ এই সেক্টর নিয়ে কাজ করা বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান রামরুর প্রধান তাসনিম সিদ্দিকী বলেন, বিভিন্ন ফোরামগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অনেক বেশি ফল পাওয়া যাবে৷
তবে এই বিশেষজ্ঞের মতে, গন্তব্য দেশগুলো ছোট ছোট কিছু সমস্যার সমাধান দিলেও রপ্তানিকারক দেশগুলোর ওপর চাপ প্রয়োগের প্রবণতায় থাকে বেশী৷ তাই রেমিটেন্সের প্রধান খাত জনশক্তি রপ্তানি সেক্টরের দিকে সরকারের বিশেষ নজর দেয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন এই বিশেষজ্ঞ৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন