Bangladesh, জনসংখ্যা, দারিদ্র্য, ঢাকা, Dhaka
১১ জুলাই ২০১০ঢাকার বস্তিতে প্রতিদিনই মানুষ বাড়ছে৷ যোগ হচ্ছে নতুন মুখ৷ আর চাপ বাড়ছে নগরীতে৷ নদী ভাঙ্গন, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজের খোঁজে মানুষ শহরমুখী হচ্ছে৷
জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে ১.৫ ভাগ সেখানে গ্রাম থেকে শহরে আসা মানুষের সংখ্যা বাড়ছে ৪ ভাগ হারে৷ আর ঢাকায় এই হার আরো বেশী ৬ ভাগ৷
তবে দারিদ্র্যই একমাত্র কারণ নয়৷ জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কর্মকর্তা ডা. হাসিনা বেগম জানান, উন্নত জীবনসহ নানা নাগরিক সুযোগ-সুবিধার জন্যও শহরে আসে মানুষ৷ তিনি জানান, এক গবেষণায় দেখা গেছে, বিভিন্ন চাকরিতে যাদের ঢাকার বাইরে নিয়োগ দেয়া হয় তাদের ৪০ ভাগই গ্রামে যাননা৷
২০৫০ সালে দেশের মোট জনসংখ্যা হবে ২৫ কোটি৷ আর তখন ঢাকায় বাস করবেন ৪ কোটি লোক৷ এখন মোট জনসংখ্যার ৩০ ভাগ শহরে বাস করেন৷ এই অবস্থা চলতে থাকলে ২০৫০ সালে দেশের মোট জনসংখ্যার অর্ধেক মানুষ শহরে বাস করবে৷ কিন্তু এই পরিস্থিতি মোকাবিলায় নেই কোন পরিকল্পনা ও প্রস্তুতি৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ কে এম নুর-উন-নবী জানান, জনসংখ্যার চাপে নগর দরিদ্র্য, সামাজিক অস্থিরতা এবং রাজনৈক সংঘাত বাড়বে৷
প্রতিদিন দেশে ৭ হাজার নতুন মুখ যোগ হচ্ছে৷ নতুনদের জায়গা করে দেয়ার পাশাপাশি গ্রাম ছেড়ে শহরে আসা মানুষের চাপ সইতে এখনি প্রস্তুতি না নিলে অপেক্ষা করছে মহাবিপর্যয়, বলেন বিশ্লেষকরা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সাগর সরওয়ার