1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কে হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী?

২১ জুন ২০১৯

ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত টিকে আছেন সাবেক-বতর্মান দুই পররাষ্ট্রমন্ত্রী- বরিস জনসন ও জেরেমি হান্ট৷পঞ্চম ও শেষ দফা ভোটাভুটিতে মাইকেল গোভ ছিটকে পড়ায় এই দুইজনের একজন হবেন পরবর্তী সরকার প্রধান৷

https://p.dw.com/p/3KpAp
Bildkombo Großbritannien Boris Johnson & Jeremy Hunt

বৃহস্পতিবার কনজারভেটিভ এমপিরা শেষ দফায় ভোট দেন৷ তাতে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান পদের প্রতিদ্বন্দ্বী তিনজন থেকে শেষ দুইজনে নেমে আসে৷

ক্ষমতাসীন দলের আভ্যন্তরীণ ওই নির্বাচনে প্রগলভ নেতা বরিস জনসন ১৬০ ভোট পেয়েছেন৷ দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ ভোট পেয়েছেন জেরেমি হান্ট৷ তাঁর থেকে মাত্র দুই ভোট কম পেয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পড়লেন পরিবেশমন্ত্রী মাইকেল গোভ৷

পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে জনসন কিংবা হান্টকে বেছে নিতে ভোট দেবেন সারাদেশে টোরি দলের এক লাখ ৬০ হাজার সদস্য৷ জুলাই মাসের শেষের দিকে নির্বাচনের ফলাফল আসবে৷

ব্রিটেনের হাউজ অব কমন্সে বৃহস্পতিবারের পঞ্চম দফা ভোটাভুটিতে কনজারভেটিভ পার্টির মোট ৩১৩ সংসদ সদস্যের সবাই অংশ নেন৷

নির্বাচনে বরিস জনসনের ভালো ফল করার বিষয়টি অনুমিতই ছিল৷ তবে, দ্বিতীয় অবস্থানে কে থাকবেন, তা নিয়ে গত এক সপ্তাহ ধরে প্রতিদ্বন্দ্বিতা চলে জেরেমি হান্ট এবং মাইকেল গোভের মধ্যে৷

বিপুল ভোটে এগিয়ে থাকার পর এক টুইটে বরিস জনসন বলেছেন, অর্ধেক এমপির সমর্থন পেয়ে ‘আমি সম্মানিত হয়েছি'৷

২০১৬ সালে অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট পড়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ডেভিড ক্যামেরন৷

এরপরই ব্রেক্সিট কার্যকরের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী হন টেরেসা মে৷ কিন্তু ইইউর সঙ্গে আলোচনার পর তৈরি হওয়া ব্রেক্সিট চুক্তি সংসদে পাস করাতে ব্যর্থ হন তিনি৷ পরপর তিনবার চুক্তিটি সংসদে তুলেও সাংসদদের সমর্থন পাননি৷ এমনকি চুক্তি পাস হলে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর পদত্যাগের প্রস্তাব দিয়েও সফল হতে পারেননি টেরেসা মে৷

নিজ দলের সাংসদসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্যও মে'র ব্রেক্সিট চুক্তি মেনে নিতে পারেননি৷ ফলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনসহ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছিলেন৷

এই অবস্থায়, শুরুতে বিরোধী লেবার পার্টির সঙ্গে ব্রেক্সিট চুক্তি নিয়ে আলোচনা করতে না চাইলেও শেষ পর্যন্ত তাদের কাছেও যান মে৷ কিন্তু সেই আলোচনাও সফল হয়নি৷

এভাবে একের পর এক চেষ্টা ভেস্তে যাওয়ায় শেষ পর্যন্ত দলের প্রধানের পদ থেকে সরে যা টেরেসা মে৷ তাঁর বিদায়ের দলীয় প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু করে টোরি দল৷

এমবি/ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য