1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জমি-মামলায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের জরিমানা

২৮ সেপ্টেম্বর ২০২১

জমি-মামলায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে আর্থিক জরিমানা কলকাতা হাইকোর্টের। জরিমানা রাজ্য সরকার ও জমি প্রদানকারী সংস্থারও।

https://p.dw.com/p/40xNU
সৌরভ গঙ্গোপাধ্যায়কে ১০ হাজার টাকার জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট। ছবি: Getty Images/AFP/P. Paranjpe

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জরিমানা। জমি-মামলায়। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও তার সংস্থাকে ১০ হাজার টাকা করে দিতে হবে। জরিমানা করা হয়েছে রাজ্য সরকারকেও। তাদের জরিমানার পরিমাণ বেশি। ৫০ হাজার টাকা। আর সৌরভের সংস্থাকে জমি দিয়েছিল হিডকো। তারা নিয়ম না মেনে জমি দিয়েছিল বলে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট।

প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ সোমবার এই রায় দিয়েছে। তারা বলেছেন, সৌরভকে আইন মেনে জমি দেয়া হয়নি। এই নিয়ে সুপ্রিম কোর্টের রায়ও আছে। সেটাও মানা হয়নি। তাই এই জরিমানা করা হলো।

জমি বিতর্ক

সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতায় স্কুল তৈরির জন্য জমি চেয়েছিলেন। তাকে আইসিএসসি স্কুল তৈরির জন্য নিউ টাউনে জমি দেয়া হয়। সেই জমি নিয়েই মামলা হয়েছিল। মামলাকারীর অভিযোগ ছিল, নিয়ম না মেনে সৌরভকে জমি দেয়া হয়েছে এবং তা অনেক কম দামে দেয়া হয়েছে। বিতর্ক শুরু হওয়ার পর সৌরভ অবশ্য জমি ফেরত দিয়ে দিয়েছেন।

নিউ টাউন সিটি সেন্টার ২-এর কাছে সৌরভের সংস্থা গাঙ্গুলি এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটিকে জমি দেয়া হয়েছিল। তার আগে ২০১১-তে নিউ টাউন অ্যাকশন এরিয়া ৩-এ সৌরভকে আড়াই একর জমি দেয়া হয়েছিল।

জমি নিয়ে মামলা করেছিল হিউম্যানিটি নামে একটি সংস্থা। তাদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ী জানিয়েছেন, ওই জমির বাজারদর ১০ কোটি টাকা। সৌরভ দাম কমানোর অনুরোধ জানিয়ে একটি চিঠি লেখার পর জমির দাম ৪৫ শতাংশ কমিয়ে দেয় সরকার। তাছাড়া জমি দেয়ার ক্ষেত্রে কোনো টেন্ডার ডাকা হয়নি। পরে সৌরভ অ্যাকশন এরিয়া তিনের বদলে দুইয়ে জমি চান। সেই জমিও তাকে দেয়া হয়। তা নিয়েও মামলা হয়। টেন্ডার না ডেকে কী করে এই জমি কম দামে দেয়া হলো, সেই প্রশ্ন তোলা হয়।

মামলা চলার সময় সৌরভ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে জমি ফেরত দেন।

সেই জমি মামলারই রায় দিল হাইকোর্ট। সৌরভের জরিমানা হলো।

জিএইচ/এসজি (পিটিআই, আনন্দবাজার)