1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জমে যাবে এবারের বইমেলা : সুবোধ সরকার

দেবারতি গুহ২৯ জানুয়ারি ২০০৯

বইমেলার কাজ অসম্পূর্ণ থেকে গেলেও উত্সাহের সঙ্গেই প্রিয় বইমেলাকে স্বাগত জানালো কলকাতার পুস্তকপ্রেমীরা৷ কলকাতা আন্তর্জাতিক বইমেলা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বুধবার৷ কিন্তু এখনও সেখানে অনেক কাজ বাকি রয়ে গেছে৷

https://p.dw.com/p/GiTe
Kolkata Book Fair 2009ছবি: DW

স্টল নির্মানের পাশাপাশি চলছে মাঠ পরিস্কারের কাজও৷ বহু বড় বড় প্রকাশকদের স্টলের কাজ মেলার প্রথম দিনেও অসম্পূর্ণ থেকে গেছে৷ কোথাও রঙের কাজ বাকি, কোথাও বা কাঠামোর কাজ৷

তবে বইমেলা ময়দান থেকে স্থানান্তরিত হওয়ায় কলকাতার মানুষ কিছুটা মনক্ষুন্ন হলেও, বই-এর প্রতি ভালোবাসাই তাদের এই নতুন প্রাঙ্গনে টেনে এনেছে৷ তরুণ ছাত্র- ছাত্রীরা যথারিতি দলবদ্ধ হয়ে আড্ডা মারার সঠিক জায়গাটি বেছে নিয়েছে৷ দেখা গেছে স্কুলের ছেলে-মেয়েদেরও৷

তাই প্রথম দিনের জনসমাবেশ দেখেই আন্দাজ করা গেল যে, আগামী দিনগুলিতে ভীড় বাড়বে৷ জমে যাবে এবারের বইমেলা৷ আর সে কথাই বললেন জনপ্রিয় কবি সুবোধ সরকার৷ ৩৩-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সুবোধ সরকারের নতুন কবিতার বই ১৪ নম্বর ডেড বডি৷