জর্মানিতে ২৭ ঘণ্টার ধর্মঘটে লুফৎহানসার গ্রাউন্ড স্টাফরা
৮ ফেব্রুয়ারি ২০২৪লুফৎহানসা হলো জার্মানির জাতীয় বিমানসংস্থা। তাদের এই ধর্মঘট বৃহস্পতিবার জার্মান সময় সকাল সাতটায় শেষ হয়েছে।
এর প্রভাব শুধু যে ফ্র্যাংকফুর্ট ও মিউনিখে পড়ছে এমন নয়, বার্লিন, হামবুর্গ ও ডুসেলডর্ফেও তার প্রভাব ভালোরকমই পড়েছে।
যাত্রীদের উপর প্রভাব
লুফৎহানসা জানিয়েছে, ফ্র্যাংকফুর্ট ও মিউনিখের অধিকাংশ ফ্লাইট রিশিডিউল করতে হয়েছে। তাতে এক লাখের বেশি যাত্রী প্রভাবিত হয়েছেন।
বিমানসংস্থার তরফ থেকে জানানো হয়েছে, যে সব উড়ান বাতিল হয়েছে, তাতে যে সব যাত্রী ছিলেন, তারা যেন বিমানবন্দরে না যান, কারণ, রিবুকিং কাউন্টারে কোনো কর্মী নেই।
লুফৎহানসা জানিয়েছে, তারা এই বিমানের টিকিটগুলিকে দেশের মধ্যে রেল যাত্রার জন্য ভাউচারে পরিবরতিত করবে।
তবে লুফৎহানসার সহযোগী ও অন্য বিমানসংস্থার বিমান স্বাভাবিকভাবেই চলাচল করবে। লুফৎহানসার সহযোগী বাজেট এয়ারলাইন্স ইউরোউইংসের কোনো উড়ান বাতিল হচ্ছে না।
বেতনবৃদ্ধি নিয়ে
ডয়েচে লুফৎহানসা, লুফৎহানসা টেকনিক লুফৎহানসা কার্গোর ২৫ হাজার গ্রাউন্ড স্টাফের বেতনবৃদ্ধি নিয়ে আলোচনা ভেস্তে গেছে। ২৩ জানুয়ারিতে দ্বিতীয় দফার আলোচনায় কোম্পানি বেতনবৃদ্ধির যে প্রস্তাব দিয়েছিল, কর্মীরা তা প্রত্যাখ্যান করেছেন।
ট্রেড ইউনিয়ন ভারডি প্রতি মাসে সাড়ে ১২ শতাংশ বা অন্ততপক্ষে পাঁচশ ইউরো বেতনবৃদ্ধির দাবি করছে। এছাড়াও এককালীন তিন হাজার ইউরো দেয়ার দাবিও জানিয়েছে।
লুফৎহানলার এক্সিকিউটিভ বোর্ড তাদের মনোভাব পরিবর্তন না করলে ধর্মঘটের মেয়াদ বাড়াবার হুমকিও দিয়েছে ভারডি।
গত বৃহস্পতিবার ভারডি বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের ধর্মঘট ডেকেছিল।
জার্মানির রেলওয়ে ও অন্য পরিবহন সংস্থাতেও বেতনবৃদ্ধির দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। ফলে চ্যান্সেলর শলৎসের নেতৃত্বে তিন দলের জোট সরকারের অস্বস্তি আরো বেড়ছে।
জিএইচ/এসজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)