1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু তহবিল ব্যবস্থাপনা ইস্যু অগ্রগতির পথে - ড. আইনুন নিশাত

১০ ডিসেম্বর ২০১১

জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের শেষ পর্যায়ে জলবায়ু তহবিল ব্যবস্থাপনার ব্যাপারে অগ্রগতি হয়েছে৷ তবে কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও প্রতিশ্রুতির বিষয়ে জোরেশোরে আলোচনা চলছে বলে জানালেন অধ্যাপক আইনুন নিশাত৷

https://p.dw.com/p/13Pcq
ডারবানে চলছে জলবায়ু আলোচনাছবি: picture-alliance/dpa

কার্বন নির্গমনের হার কমানোর মাধ্যমে বিশ্বের উষ্ণায়ন নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহায়তা তহবিলের নানা দিক নিয়ে ২৮শে নভেম্বর থেকে আন্তর্জাতিক সম্মেলন চলছে দক্ষিণ আফ্রিকার ডারবানে৷ ৯ই ডিসেম্বর ডারবান সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও কার্যত তা শেষ হতে আরো কিছুটা বেশি সময় লাগতে পারে৷ কারণ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কারিগরি ও বৈজ্ঞানিক পদক্ষেপ ও করণীয় সম্পর্কে আলোচনা শেষ পর্যায়ে পৌঁছলেও মূলত রাজনৈতিক প্রতিশ্রুতির বিষয়গুলো সাধারণত সম্মেলনের শেষ পর্যায়ে এসে সবচেয়ে বেশি প্রাণ পায় এবং দরকষাকষির মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে৷ তাই আজকের দিনটিই এই সম্মেলন থেকে বড় কিছু প্রাপ্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেন ডারবান সম্মেলনে উপস্থিত বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত৷

ডারবান থেকে একান্ত সাক্ষাৎকারে ডয়চে ভেলেকে তিনি জানালেন, ‘‘বৃহস্পতিবার মাঝ রাত থেকে শুরু হয়েছে ২৫ জন মন্ত্রীর একটি বিশেষ গ্রুপের নিবিড় আলোচনা৷ সেখানে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি এবং কোপ ১৭-এর প্রেসিডেন্টের নেতৃত্বে জোরেশোরে আলোচনা চলছে৷ এই ২৫টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে৷ তারা বেশ কিছু সিদ্ধান্তে পৌঁছনোর চেষ্টা করছে যে কারণে সময় লাগছে৷ আশা করা যায় যে, ‘গ্রিন ক্লাইমেট ফান্ড' বা ‘সবুজ জলবায়ু তহবিল' এর ব্যাপারে বেশ অগ্রগতি হবে৷ এই তহবিল ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় পরিচালনা ও কারিগরি পরিষদ এবং সচিবালয় গঠনের ব্যাপারে কাজ হচ্ছে৷ এক্ষেত্রে অগ্রগতিও হয়েছে কিন্তু মূলত কিয়োটো প্রটোকলের বিষয়টি নিয়ে বিভেদ-বিতর্ক থেকে যাচ্ছে৷ কারণ কিয়োটো প্রটোকোলের দ্বিতীয় প্রতিশ্রুতির বাস্তবায়ন পর্যায় শুরু হচ্ছে ২০১২ সালের পর থেকে অর্থাৎ ২০১৩ সাল থেকে৷ ফলে সেখানে কোন দেশ কতটা কার্বন নির্গমন হ্রাসের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হবে সেই জায়গাতেই অসুবিধা আছে৷ এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বেশ এগিয়ে যাচ্ছে৷ তবে বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের মধ্যে যেগুলোর অগ্রগতি বেশি যেমন চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছ থেকে একটি লক্ষ্যমাত্রা চাওয়া হচ্ছে৷''

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য