জলবায়ু পরিবর্তন: বাড়ছে সমুদ্রের লবণাক্ততা
৩১ মে ২০০৯বিগত দেড় শতাব্দী ধরে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে যার কারণ হলো নির্বিচারে গাছ কাটা এবং ফসিল জ্বালানির ব্যবহার৷ এসময়ের মধ্যে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড বায়ুমন্ডলে ছড়িয়ে পড়েছে তার এক তৃতীয়াংশ টেনে নিয়েছে সমুদ্র৷ এর পরিমাণ হচ্ছে প্রায় ১৩০ বিলিয়ন টন৷ এই বিশাল পরিমাণ কার্বন ডাই অক্সাইড সমুদ্রের পানিতে মিশে যাওয়ায় মহাসাগরগুলো ক্রমেই আরো বেশি লবণাক্ত হয়ে যাচ্ছে৷
সম্প্রতি ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব মহাসাগর সম্মেলন যেখানে উপস্থিত ছিলেন ৭৬টি দেশের প্রতিনিধিরা৷ মহাসাগরগুলোতে লবণাক্ততার পরিমাণ বাড়তে থাকলেও এতদিন ধরে জলবায়ু পরিবর্তন ইস্যুতে এ বিষয়টি নিয়ে তেমন কোন উচ্চবাচ্য হয়নি৷ আগামী ডিসেম্বরে কোপেনহেগেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন৷ সেই সম্মেলনে মহাসাগরের লবণাক্ততার বিষয়টি যাতে তুলে ধরা হয় সেই দাবি তোলা হয়েছে ইন্দোনেশিয়ায় হয়ে যাওয়া বিশ্ব মহাসাগর সম্মেলনে৷
এ ব্যাপারে আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ ইউনিয়ন বা আইইউসিএন এর গ্লোবাল মেরিন প্রোগ্রামের প্রধান কার্ল গুস্তাফ লুনডিন বলেন, জলবায়ু নিয়ে বেশিরভাগ আলোচনাতেই সমুদ্রের পানিতে লবণাক্ততার বিষয়টি জায়গা পাচ্ছে না৷ খুব কম লোকই জানে যে কার্বন নির্গমণ সমুদ্রের পানিকে লবণাক্ত করে তোলে৷
উল্লেখ্য, প্রতিদিন বায়ুমন্ডল থেকে ৩০ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে সমুদ্রগুলো৷ বায়ুমন্ডলে কার্বনের পরিমাণ বেড়ে যাওয়ায় সমুদ্রের পানিতে আরো বেশি কার্বন ডাই অক্সাইড মিশে যাচ্ছে৷ অতিরিক্ত কার্বনের ক্ষতিকর প্রভাব পড়ছে সামুদ্রিক প্রাণীসমুহ ও জীব বৈচিত্রের ওপর৷ এর ফলে অনেক সামুদ্রিক প্রাণীর শারীরিক প্রক্রিয়া পরিবর্তিত হয়ে যেতে পারে এমনটি বলা হয়েছে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায়৷ এছাড়া বিশ্বের সামুদ্রিক এলাকাতে ডেড জোনের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করছেন বিজ্ঞানীরা৷ এসব ডেড জোন এলাকাতে পানিতে অক্সিজেনের পরিমাণ অনেক কম, তাই সেখানে কোন সামুদ্রিক প্রাণী কিংবা উদ্ভিদ বাঁচতে পারে না৷
তাই এই ধরণের পরিস্থিতি এড়াতে পরিবেশ রক্ষা আন্দোলনে সমুদ্রে লবণাক্ততার বিষয়টিকে আরো জোরালো করে তুলতে হবে বলে মনে করছেন পরিবেশবিদরা৷ নিউজিল্যান্ড ভিত্তিক সংগঠন গ্রিনপিস এর কর্মকর্তা ডানকান কারি বললেন, কার্বন নির্গমণ নিয়ে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে আমরা যা করবো মহাসাগরে তার প্রভাব বজায় থাকবে কয়েক হাজার বছর ধরে৷
প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক