জলবায়ু পরিবর্তনের কারণে নেপালে মধু শিকারিদের ঐতিহ্য হুমকির মুখে
জলবায়ু পরিবর্তনের কারণে মৌমাছির সংখ্যা কমছে৷ সে কারণে কমছে মধু সংগ্রহ৷ নেপালে প্রত্যন্ত গ্রামের মধু শিকারিদের আয় কমে যাচ্ছে৷
মধু সংগ্রহের ঐতিহ্য
নেপালের লামজুং জেলার তাপ গ্রামের (কাঠমান্ডু থেকে ১৭৫ কিলোমিটার পশ্চিম অবস্থিত) দুই মধু শিকারিকে খাড়া পাহাড়ের চূড়া থেকে ঝুলে নিচে নেমে মধু সংগ্রহ করতে দেখা যাচ্ছে৷ তারা লম্বা লাঠির মাথায় ঝুলানো ধারালো অস্ত্র দিয়ে মৌচাক কাটছেন৷ তাদের এই মধু সংগ্রহের ঐতিহ্য এখন হুমকির মুখে৷
হুমকির মুখে মৌমাছি
গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী মৌমাছির সংখ্যা কমছে৷ তাই মধু সংগ্রহও কমছে৷ নেপালের গুরুং সম্প্রদায়ের মানুষেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে মধু সংগ্রহ করছেন৷ তারা বলছেন, প্রতিবছরই মধু সংগ্রহের পরিমাণ কমছে৷
সহকর্মীদের দিকে নজর রাখছেন
উপরে সহকর্মীরা মধু সংগ্রহ করছেন৷ তাদের দিকে নজর রাখছেন কয়েকজন৷ মধু সংগ্রহের সময় মৌমাছির কামড় থেকে বাঁচতে মধু শিকারিরা ‘বাখু’ পরে নেন৷ এটি একধরনের স্কার্ফ, যেটা ভেড়ার পশম থেকে তৈরি করা হয়৷ ৪১ বছর বয়সি হেম রাজ গুরুং রয়টার্সকে জানান, ১০ বছর আগে তারা ৬০০ কেজি মধু সংগ্রহ করেছিলেন৷ এ বছর সেটি ১০০ কেজিতে নেমে এসেছে৷
বিপজ্জনক কাজ
বাঁশ চিকন করে কেটে দড়ি তৈরি করা হচ্ছে৷ এটি দিয়ে মই তৈরি করা হয়৷ এই মই খাড়া পাহাড়ের চূড়া থেকে নিচে ঝুলিয়ে দেওয়া হয়৷ সেটিতে করেই মধু শিকারিরা নিচে নেমে মধু সংগ্রহের কাজ করেন৷ ‘‘পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে,’’ স্বীকার করে নেন আইতা প্রসাদ গুরুং৷
রীতি পালন
মধু সংগ্রহের আগে শিকারিরা একটি রীতি পালন করেন৷ সেই সময় মৌমাছিদের কাছ থেকে কিছু নিতে হওয়ায় ক্ষমা চাওয়ার অংশ হিসেবে ‘ক্লিফ গড’ বা খাড়া পাহাড়ের দেবতার উদ্দেশ্যে মোরগ বলি দেওয়া হয়৷ কখনও কখনও ডিম ও চালও দেওয়া হয়৷
আগে মৌমাছি তাড়ানো হয়
পাতা ও গাছের শাখা পুড়িয়ে ধোঁয়া তৈরি করা হয় যেন মৌমাছিরা মৌচাক ছেড়ে চলে যায়৷ তারপরই মধু সংগ্রহ করা সম্ভব হয়৷
মৌমাছির কামড়ে আহত
১৮ বছরের বসন্ত গুরুংকে মৌমাছি কামড়েছে৷ তাকে সেবা দেওয়ার চেষ্টা চলছে৷ কামড় থেকে বাঁচতে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হলেও মধু সংগ্রহের জন্য যে ধরনের প্রস্তুতি ও উপকরণ প্রয়োজন সেগুলো তাদের নেই৷
সহজে মারা যায় মৌমাছি
নেপালের কৃষি ও বন বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্বের অধ্যাপক সুন্দর তিওয়ারি রয়টার্সকে জানান, বেশি ও কম তাপমাত্রা, দুটোই মৌমাছির জন্য সমস্যা৷ তারা খুব সহজেই মারা যায়৷ তাই জলবায়ু পরিবর্তনের কারণে মৌমাছিদের খুব সমস্যা হচ্ছে বলে জানান তিনি৷