1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বল্পোন্নত দেশে দারিদ্র বাড়ছে

১৮ জানুয়ারি ২০১০

ঢাকায় স্বল্পোন্নত দেশগুলোর প্রতিনিধিদের তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত বিশ্বের প্রতিশ্রুতি অনুসারে সহায়তা না করায় সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না৷

https://p.dw.com/p/LZ8n
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

হাসিনা বলেন, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্বল্পোন্নত দেশগুলোকে পিছিয়ে দিচ্ছে৷ আন্তর্জাতিক সহায়তানীতি পরিবর্তনের কথাও বলেছেন তিনি৷ ২০০১ সালে ব্রাসেলসে দারিদ্র্য দূরীকরণ সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে একটি পরিকল্পনা করা হয়৷ এর উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূর করতে ১০ বছরের মধ্যে সুশাসন, কর্মসংস্থান ও নারী পুরুষের সমতা বিধান করা৷ কিন্তু গত ৯ বছরেও সে লক্ষ্য অর্জিত হয়নি৷

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সংস্থা এসকাপ-এর সহযোগিতায় ঢাকায় আয়োজিত ব্রাসেলস পর্যালোচনা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর জন্য উন্নত বিশ্বকে দায়ী করেছেন৷ তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলো বিশ্ব অর্থনীতিতে এখন কোন প্রভাব রাখতে পারছে না৷ অপর্যাপ্ত প্রযুক্তিগত সহায়তা এই দেশগুলোর অর্থনৈতিক উল্পুয়নে তেমন কোন ভুমিকা রাখেনি৷

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালের পর থেকে দুর্নীতি, সন্ত্রাস ও আইন শৃঙ্খখলার অবনতির কারণে খাদ্যের দাম বেড়ে যায়৷ আর জলবায়ুর পরিবর্তনের প্রভাব বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশের অর্থনীতিতে নেতিবাচক ভুমিকা রাখে৷ তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্থনৈতিক, প্রযুক্তিগত ও পরিবেশগত যে সহায়তার কথা বলা হয়েছিল বালি এ্যাকশন প্লানে স্বল্পোন্নত দেশগুলো তা পায়নি৷

২০শে জানুয়ারি এই সম্মেলনে শেষ হবে৷ সম্মেলনে বাংলাদেশ, নেপাল ও ভারতের অর্থমন্ত্রীসহ ১৫টি স্বল্পোন্নত দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন৷ প্রতিনিধিরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা না গেলে স্বল্পোন্নত দেশগুলো বিপর্যয়ের মুখে পড়বে, বাড়বে দারিদ্র্য৷ তাঁদের দাবি, এর জন্য উন্নত বিশ্বকে এগিয়ে আসতে হবে৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক