1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনের শিকার

৭ মে ২০১৩

জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের পানির উচ্চতা বাড়ছে ক্রমশই৷ ফলে ভবিষ্যতে বড় ধরণের সমস্যায় পড়ার আশঙ্কায় রয়েছেন বিশ্বের অনেক দেশের মানুষ৷ দুশ্চিন্তায় রয়েছেন বিজ্ঞানীরাও, বিশেষ করে পরিযায়ী পাখিদের নিয়ে৷

https://p.dw.com/p/18T38
ছবি: picture alliance/WILDLIFE

অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী বলছেন, সাগরের পানির স্তর বেড়ে যাওয়ায় পরিযায়ী পাখিরা তাদের খাবারের স্থান হারিয়ে ফেলবে৷ ফলে হারিয়ে যেতে পারে বেশ কয়েকটি প্রজাতি৷

প্রতি বছর কয়েক মিলিয়ন পরিযায়ী পাখি রাশিয়া ও আলাস্কা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়৷ এই দীর্ঘপথ পাড়ি দেয়ার সময় মাঝখানের কোনো এক জায়গায় তারা বিশ্রাম নেয়৷ সে সময় তারা প্রয়োজনমত খাওয়া-দাওয়া করে পরবর্তী যাত্রার জন্য শক্তিও সঞ্চয় করে নেয়৷ কিন্তু সাগরের পানি বেড়ে গেলে এই জায়গাগুলো হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা গবেষক রিচার্ড ফুলারের৷ তিনি গবেষণা দলের একজন সদস্য৷

গবেষকরা বলছেন, উপকূল এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলার কারণে ও উপকূলীয় জমিগুলো কৃষিকাজে ব্যবহার করার কারণে এমনিতেই পরিযায়ী পাখিদের বিশ্রাম নেয়ার জায়গা কমে যাচ্ছে৷

আলাস্কা, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উপকূলীয় এলাকায় জরিপ চালিয়েছে গবেষক দল৷

তাদের মতে, সাগরের পানি বেড়ে পরিযায়ী পাখিদের বিশ্রাম এলাকার ২৩ থেকে ৪০ শতাংশ কমে গেলে প্রায় ৭০ শতাংশ পাখি কমে যেতে পারে৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য