জলবায়ু পরিবর্তনের শিকার টাঙ্গানাইকা লেক
১৬ মে ২০১০বিশ শতকের শেষ দিক থেকে এই তাপমাত্রা বাড়তে থাকে বলে একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে৷
‘নেচার জিওসায়েন্স' পত্রিকায় প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে৷ যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ জেসিকা টিয়ারনে গবেষণা দলের নেতৃত্ব দেন৷
বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা অসম্ভব রকম বেড়ে যাওয়ার কারণে লেকের মৎস্য সম্পদ বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ আর এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কায় রয়েছে লেক পাড়ের লাখ লাখ মানুষ৷ কারণ গবেষণা দলের অন্যতম সদস্য অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এন্ড্রু কোহেন বলেছেন, ‘‘দক্ষিণ-মধ্য আফ্রিকার মানুষের প্রোটিনের প্রধান উৎস হল টাঙ্গানাইকা লেকের মাছ৷'' উল্লেখ্য, প্রতি বছর প্রায় দুই লক্ষ টন মাছ পাওয়া যায় এই লেক থেকে৷ যার বেশিরভাগই সারডিন৷
এছাড়া খাবার পানি হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে এই লেকের পানি৷ আফ্রিকা মহাদেশের বুরুন্ডি, তাঞ্জানিয়া, জাম্বিয়া ও কঙ্গো এলাকাবিশেষ জুড়ে লেকটি অবস্থিত৷
উল্লেখ্য, টাঙ্গানাইকা লেক হলো বিশ্বের দ্বিতীয় গভীরতম ও দ্বিতীয় প্রাচীনতম লেক৷ কিন্তু লেকের জলের এই পরিমাণ তাপমাত্রার পরিবর্তন নাকি বিগত দেড় হাজার বছরে ঘটেনি৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী