1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু সম্মেলন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

১৯ ডিসেম্বর ২০০৯

কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের শেষ অংশে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটা সমঝোতায় পৌঁছায় চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলসহ ৩০টি দেশ৷ আর তাদের এই ঐকমত্যে খানিকটা স্বস্তিতে বিশ্ব নেতৃবৃন্দ৷

https://p.dw.com/p/L907
ছবি: AP

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন এই সমঝোতাকে আইনে পরিণত করার আশা ব্যক্ত করেন৷ বান বলেন, আমাদের এই রাজনৈতিক সমঝোতাকে একটি আইনী অঙ্গীকারে পরিণত করতে হবে৷ আমি এখনই পরিষ্কারভাবে বলতে পারছি না কখন, তবে ২০১০ সালের মধ্যে আমরা এটাকে আইনী রূপ দিতে সর্বাত্মক চেষ্টা করবো৷

এদিকে, ভারত এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে৷ দেশটির পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ কোপেনহেগেনে সাংবাদিকদের বলেছেন, এটি শুধু ভারত নয় বরং ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত এবং চীন তথা বেসিক জোটের জন্য ভালো সমঝোতা৷ রমেশ আরো জানান, সমগ্র উন্নয়নশীল বিশ্বের জন্য এই সমঝোতা কাজে আসবে৷

কোপেনহেগেনের এই সমঝোতাপত্রে বিশ্বের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে না দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৷ একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও খাপ খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোকে ২০২০ সাল থেকে বছরে ১০০ বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে৷ তবে বিশ্বের অনেক দেশই সমঝোতার বিষয়বস্তুগুলো পুরোপুরি অনুমোদন করেনি৷ সেসব দেশকে উদ্দেশ্য করে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামদ নাশিদ বলেন, আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে সবাইকে বিশেষত উন্নয়নশীল দেশগুলোকে আহ্বান জানাচ্ছি এই সমঝোতাকে মেনে নিতে৷

জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুকিঁতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ৷ কোপেনহেগেনের এই সমঝোতা প্রসঙ্গে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আমরা আইনী বাধ্যবাধকতাসহ একটি চুক্তি চেয়েছিলাম৷ সেটা হয়নি৷ একটি রাজনৈতিক সমঝোতা, যেটা সবাই কম করে হলেও চেয়েছিল, সেটা আলোচনায় এসেছে৷

হাছান মাহমুদ জানান, জলবায়ু উদ্বাস্তুদের স্বীকৃতি দেবার দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ৷ কিন্তু সেটা হয়নি৷ তিনি বলেন, এই মতৈক্যে জলবায়ু উদ্বাস্তুদের স্বীকৃতি এবং তাদেরকে শরণার্থী মর্যাদা দেওয়ার জন্য আরো একটি নতুন সমঝোতার কথা বলেছিলাম৷ তা হয়নি৷

জলবায়ু সম্মেলনে অংশ নেয়া চীনের প্রতিনিধি দল অবশ্য এই সমঝোতায় বেশ খুশি৷ দলটির প্রধান সিয়ে ঝেনহুয়া জানিয়েছেন, এই বৈঠকের একটি শুভ ফলাফল পাওয়া গেল, সবাই এতে খুশি হবে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী