জলে ভাসা বাড়ি
২২ মার্চ ২০১৩মানব সভ্যতার ক্রমবিকাশে নদীর ভূমিকা অপরিসীম৷ সেই নদীতে নৌকা ভাসিয়েছে মানুষ, পাড়ি দিয়েছে দূর-দূরান্তের পথ৷
নৌকায় ঘর-গেরস্থালি এখন শুধু জিপসিরাই ধরে রেখেছে৷ তবে অনেকেরই মনে সাধ জাগে জিপসি জীবনের৷ অন্তত কয়েকদিনের জন্য হলেও৷ নাগরিক জীবনে জিপসিমনা যারা, তারা চলে যেতে পারেন বার্লিনে৷ স্প্রে নদীর ওপর আপনার জন্য তৈরি ইস্টার্ন কমফোর্ট হোস্টেল, আসলে হোটেলই৷
নদীর ওপর থাকা৷ ২৫টি কেবিন আছে৷ সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, সবই আছে৷ ভাড়া শুরু ১৬ ইউরো থেকে, সুবিধা বাড়লে ভাড়াও বাড়বে৷ একদমই নিজের মতো করে যদি থাকতে চান, তবে পাবেন প্রাইভেট রুম৷ ভাড়া ৫০ ইউরো, প্রতি রাতের জন্য৷
গভীর অন্ধকারের মধ্যে নদীর চ্ছলচ্ছলে জেগে থাকবেন আপনি৷ আর দূর আকাশে চাঁদ যদি সঙ্গী হয়, তবে তো আর কথাই নেই৷ আর যদি চাঁদ না থাকে তবে জলে কাছের ওবারবাউম সেতুর আলোর প্রতিফলন দোলায়িত করবে আপনাকে৷ ঘুরে আসতে পারেন বছরের যে কোনো সময়৷