1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জহির রায়হানের ‘বরফ গলা নদী' নিয়ে ছবি করতে চাই - সুচন্দা

১৯ অক্টোবর ২০১১

বাংলাদেশের চলচ্চিত্র জগতের স্বনামধন্য ব্যক্তিত্ব কোহিনূর আক্তার সুচন্দা৷ ষাটের দশকে অভিনেত্রী এবং পরবর্তীতে পরিচালক হিসেবে দেশের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি৷ সম্প্রতি আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন সুচন্দা৷

https://p.dw.com/p/12uVP
কোহিনূর আক্তার সুচন্দাছবি: Arafat Raihan

ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে সুচন্দা বলেন, আসলে আমি ছোট থেকেই ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখছিলাম৷ কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর প্রথম বর্ষ থেকেই আমি চলচ্চিত্র জগতের সাথে জড়িয়ে পড়ি৷ সেসময় সামাজিকভাবে এই জগতের শিল্পীদের দিকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখা হতো৷ কিন্তু তবুও নানা বাধা-বিপত্তি মাড়িয়ে অনেকটা অজানার পথেই পা বাড়ায়৷ কিন্তু কাজ করতে করতে আমি এই অঙ্গনটাকে এতোটাই ভালোবেসে ফেলি এবং দেখি যে আসল অবস্থা তো আসলে ভিন্ন৷ চিত্র জগতের মানুষগুলো এবং পরিবেশ এতোটাই ভালো ছিল যে আমি আমার অপর দুই বোন ববিতা এবং চম্পাকেও নিয়ে আসলাম৷

Kohinoor Aktar Shuchanda berühmte Schauspielerin aus Bangladesch Flash-Galerie
আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন সুচন্দাছবি: Arafat Raihan

অদূর ভবিষ্যতে কাজের পরিকল্পনা সম্পর্কে সুচন্দা জানান, জহির রায়হানের বিখ্যাত উপন্যাস ‘হাজার বছর ধরে' এর উপর ভিত্তি করে ছবি তৈরি করার পর প্রচুর সাড়া পেয়েছি৷ এই ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭০-৮০টি সংগঠন থেকে পুরস্কার পেয়েছি৷ এছাড়া বেশ কয়েকটি জাতীয় পুরস্কারও পেয়েছি৷ এটা আমাকে আরো ছবি করার ব্যাপারে উৎসাহ দিয়েছে৷ আমার ইচ্ছা জহির রায়হানের আরো একটি বিখ্যাত উপন্যাস ‘বরফ গলা নদী' এবং তাঁরই আরেকটি উপন্যাসের উপর ভিত্তি করে একুশে ফেব্রুয়ারির উপর একটি চিত্রনাট্য তৈরি করার৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান