জাগরনের মেলা
৪ ফেব্রুয়ারি ২০০৯প্রথম তিন দিনেই বই মেলায় এসেছে সাড়ে ৩শ'র মত নতুন বই৷ আর সাহিত্যপ্রেমীরা নতুন বইয়ের সাথে সাথে খোঁজ নিচ্ছেন চিরায়ত সাহিত্যের৷ পাঠকদের বড় একটি অংশের অভিমত তারা বই পড়েন মনের আনন্দের জন্যে৷ যেসময় টুকু বই পড়েন সেই সময় টুকু তাদের ভাল কাটে৷ আর শিশুদের পছন্দের তালিকায় বরাবরের মত ভুতের গল্প, সায়েন্স ফিকশন, কমিকস্৷ আবার কোন কোন শিশু এইসব বই-এর পাশাপাশি সিরিয়াস ধরনের বইও পছন্দ করে৷ প্রকাশকরা নানা বয়সের পাঠকদের রুচির দিকে খেয়াল রেখে বই আনছেন বাজারে৷
বই মেলায় প্রতিদিনই আসেছেন প্রতিষ্ঠিত লেখকরা৷ বইমেলায় ডয়চে ভেলের সঙ্গে কথা বলেন, ছড়াকার লুৎফর রহমান রিটন৷ তার ছড়ার বইও এসেছে বই মেলায়৷ তিনি বলেন, বইমেলা শুধু বই বেচা-কেনার মেলা নয়, জাগরনের মেলা৷ তার মতে বই মেলায় এলে অনুভব করা যায় আমাদের ভাষা ,সাংস্কৃতি ও কৃষ্টিকে৷ বোঝা যায় বাঙালী জেগে আছে, পাহাড়া দিচ্ছে ভাষা, সংস্কৃতি আর দেশকে৷
ডয়চে ভেলে আরো বিস্তৃত হোক
বই মেলায় ডয়চে ভেলের ষ্টলে প্রতিদিনই ভীড় বাড়ছে৷ শ্রোতারা তাদের প্রিয় ডয়চে ভেলে বাংলা বিভাগের বিস্তৃতি চান৷ আর মেলায় আসা প্রবাসীরা জানিয়েছেন, বিদেশে বসে তারা অনলাইনে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শোনেন৷ ওয়েবসাইটে পান নানান খবরাখবর৷