1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপার পার্লামেন্টারি নেতা নির্বাচিত জিএম কাদের

১৮ জানুয়ারি ২০২৪

জাতীয় পার্টির (জাপা) বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের৷

https://p.dw.com/p/4bQNL
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের
দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে, এ নিয়ে আলোচনার মধ্যেই জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত করলো ১১ আসন পাওয়া জাতীয় পার্টি। তবে সেটা চূড়ান্ত হওয়ার জন্য স্পিকারের অনুমোদন লাগবে। ছবি: DW

আজ (১৮ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাপার সংসদীয় দলের সভায় তাকে নির্বাচিত করা হয়৷

সংসদের বিরোধী দলের উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু৷ 

প্রচলিত নিয়ম অনুসারে, জাতীয় পার্টির সংসদীয় দলের এই মনোনয়নের চিঠি পাওয়ার পর স্পিকার তাতে অনুমোদন দিলে তবেই বিষয়টি কার্যকর হবে৷ দ্বাদশ সংসদে প্রধান বিরোধী দল কারা হবে সে আলোচনার মাঝেই ১১টি আসন পাওয়া জাতীয় পার্টি তাদের চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত করেছে৷

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা৷ এই নিরঙ্কুশ জয়ে টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ৷ দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা৷ ৬২ আসনে বিজয়ী হওয়া স্বতন্ত্র প্রার্থীদের ৫৯ জনই আওয়ামী লীগের নেতা৷

দশম ও একাদশ সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১টি  আসনে জয় পেয়েছে৷ অপরদিকে আওয়ামী লীগের  নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও  কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে৷

সাধারণত আসন সংখ্যায় সংসদের দ্বিতীয় বৃহত্তম দল যাকে নেতা নির্বাচিত করবে, তিনিই বিরোধীদলীয় নেতার আসন পাবেন৷ তার দলই হবে সংসদের প্রধান বিরোধী দল৷ গত দুটি নির্বাচনের মত এবারও দলীয়ভাবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জাতীয় পার্টি৷ সে কারণে তারা দাবি করছে, দ্বাদশ সংসদে প্রধান বিরোধী দল তারাই৷  

কিন্তু জাতীয় পার্টির চেয়ে প্রায় ছয় গুণ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হওয়ায় এবার এ সমীকরণ জটিল হয়ে গেছে৷ প্রশ্ন উঠেছে, স্বতন্ত্ররা জোট করে প্রধান বিরোধী দল হতে পারবে কি না৷ আইন ও সংবিধান বিশেষজ্ঞরাও সে সম্ভাবনার কথা একদম উড়িয়ে দিচ্ছেন না৷ আইনত তা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করছেন৷

এসএইচ/এসিবি (দ্য ডেইলি স্টার, বিডি নিউজ)