জাপার পার্লামেন্টারি নেতা নির্বাচিত জিএম কাদের
১৮ জানুয়ারি ২০২৪আজ (১৮ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাপার সংসদীয় দলের সভায় তাকে নির্বাচিত করা হয়৷
সংসদের বিরোধী দলের উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু৷
প্রচলিত নিয়ম অনুসারে, জাতীয় পার্টির সংসদীয় দলের এই মনোনয়নের চিঠি পাওয়ার পর স্পিকার তাতে অনুমোদন দিলে তবেই বিষয়টি কার্যকর হবে৷ দ্বাদশ সংসদে প্রধান বিরোধী দল কারা হবে সে আলোচনার মাঝেই ১১টি আসন পাওয়া জাতীয় পার্টি তাদের চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত করেছে৷
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা৷ এই নিরঙ্কুশ জয়ে টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ৷ দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা৷ ৬২ আসনে বিজয়ী হওয়া স্বতন্ত্র প্রার্থীদের ৫৯ জনই আওয়ামী লীগের নেতা৷
দশম ও একাদশ সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১টি আসনে জয় পেয়েছে৷ অপরদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে৷
সাধারণত আসন সংখ্যায় সংসদের দ্বিতীয় বৃহত্তম দল যাকে নেতা নির্বাচিত করবে, তিনিই বিরোধীদলীয় নেতার আসন পাবেন৷ তার দলই হবে সংসদের প্রধান বিরোধী দল৷ গত দুটি নির্বাচনের মত এবারও দলীয়ভাবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জাতীয় পার্টি৷ সে কারণে তারা দাবি করছে, দ্বাদশ সংসদে প্রধান বিরোধী দল তারাই৷
কিন্তু জাতীয় পার্টির চেয়ে প্রায় ছয় গুণ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হওয়ায় এবার এ সমীকরণ জটিল হয়ে গেছে৷ প্রশ্ন উঠেছে, স্বতন্ত্ররা জোট করে প্রধান বিরোধী দল হতে পারবে কি না৷ আইন ও সংবিধান বিশেষজ্ঞরাও সে সম্ভাবনার কথা একদম উড়িয়ে দিচ্ছেন না৷ আইনত তা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করছেন৷
এসএইচ/এসিবি (দ্য ডেইলি স্টার, বিডি নিউজ)