যুদ্ধাপরাধের বিচার
৪ জুন ২০১২আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি এবিএম ফজলে কবিরের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইবুনাল আজ কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে৷ তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও লুটতরাজসহ ৭ ধরণের ১৯৫টি অভিযোগ আনা হয়েছে৷ এর মধ্যে শেরপুর জেলার নালিতাবাড়ির সোহাগপুর গ্রামে ১২০ জনকে হত্যার অভিযোগ আছে৷ প্রসিকিউটর নুরজাহান বেগম জানান, একাত্তরে স্বাধীনতা বিরোধী আলবদর এবং রাজাকার বাহিনীর সংগঠক হিসেবে তিনি এসব মানবতা বিরোধী অপরাধ করেন৷
আরেকজন প্রসিকিউটর সাইফুল ইসলাম জানান বুদ্ধিজীবী হত্যাকান্ডেও তার ভূমিকা আছে৷ তার সংগঠন রাজাকার আলবদররাই বুদ্ধিজীবী হত্যায় নেতৃত্ব দেয়৷
এদিকে আদালতে কামারুজ্জামান নিজেকে নির্দোষ দাবী করেন৷ তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন রাজনৈতিক কারণেই তাকে আসামি করা হয়েছে৷ তিনি যদি আওয়ামী লীগ করতেন তাহলে তাকে আসামি করা হতো না৷
অন্যদিকে বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে ট্রাইবুনাল-১ জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে টানা স্বাক্ষ্য গ্রহণ চলছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী