জার্মানিতে অ্যাসাইলাম কেলেঙ্কারি
২৫ মে ২০১৮অথচ পরিসংখ্যান বলছে যে, উদ্বাস্তু পরিস্থিতি ধীরে ধীরে থিতিয়ে আসছে৷ দু'বছর আগে জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ৬২ শতাংশ মঞ্জুর হতো; ২০১৭-র প্রথম কয়েক মাসে তা নেমে দাঁড়ায় মাত্র ৩২ শতাংশে৷ দু'বছর আগে কর্তৃপক্ষ বিপুল সংখ্যক উদ্বাস্তুদের আগমনে দিশাহারা হয়ে পড়েছিলেন – আজ তাদের কর্মীসংখ্যা বেড়েছে, উদ্বাতুদের ব্যবস্থাপনার প্রক্রিয়া আরো অনেক দক্ষ ও সংগঠিত হয়েছে৷
পপুলিস্টদের পালে হাওয়া
ঠিক এই সময়েই অভিবাসন কর্তৃপক্ষের কিছু কিছু শাখার চরম ব্যর্থতার খবর জার্মানিকে টলিয়ে দিল৷ বিশেষ করে ব্রেমেনে দৃশ্যত অপরাধমূলক কার্যকলাপ ঘটেছে: এক কথায়, ব্রেমেনে যত রাজনৈতিক আশ্রয়ের আবেদন মঞ্জুর করা হয়েছে, তা আর কোথাও নয়৷ একটি বিভাগীয় কার্যালয়ের প্রধান দৃশ্যত জ্ঞানত জুয়াচুরি করেছেন: এমন সব মামলার দায়িত্ব নিয়েছেন, যা তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না – ফলে প্রায় প্রতিটি রাজনৈতিক আশ্রয়ের আবেদন মঞ্জুর হয়েছে৷
উদ্বাস্তুদের আগমন যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, তখন ফেডারাল অভিবাসন ও উদ্বাস্তু কার্যালয় ‘বাম্ফ’-এর ব্রেমেন শাখার কর্মীরা দৃশ্যত কাজের চাপ সামলাতে না পেরে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের প্রায় বিনা পরীক্ষাতেই অ্যাসাইলাম দিয়েছেন৷ পরে গাফিলতি ঢাকার চেষ্টা করলে পরও, সংশ্লিষ্ট কেলেঙ্কারি জার্মানির যাবতীয় দক্ষিণপন্থি পপুলিস্ট ও বহিরাগত বিদ্বেষিদের নতুন ইন্ধন জুটিয়েছে৷
‘বাম্ফ’-এর মতো একটি সরকারি বিভাগ, সারা দেশে যাদের প্রায় ১০০টি কার্যালয় ও বেশ কয়েক হাজার কর্মী আছে – সেখানে ভুল তো অবশ্যই হতে পারে, বিশেষ করে যদি তাদের ওপর হঠাৎ কোনো বড় চাপ আসে, ২০১৫ সালের উদ্বাস্তু সংকটের সময় যেমন এসেছিল৷ কিন্তু ‘বাম্ফ’-এর আরো সতর্ক হওয়া উচিৎ ছিল, কেননা অধিকাংশ জার্মান রাজনৈতিক আশ্রয় প্রদানের প্রক্রিয়াটিকে অত্যন্ত জটিল ও দুর্বোধ্য বলে মনে করেন৷ ‘বাম্ফ’-এর কোনো অফিসে সন্দেহজনক কিছু ঘটছে, বলে যদি তারা আঁচ পান, তবে তাদের সন্দেহ বাতিক চরমে যে চরমে উঠবে, তা স্বাভাবিক৷ তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ব্রেমেন অফিসকে রাজনৈতিক আশ্রয় প্রদান সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়া বিরত করা হয়েছে – সন্দিগ্ন দেশবাসীদের প্রতি একটি সঠিক সংকেত৷
সংসদের বিরোধীদলগুলির মধ্যে এফডিপি ও এএফডি একটি সংসদীয় তদন্ত কমিটির ধুয়ো তুলেছে – যদিও তাতে কোনো লাভ হবে না৷ বিশেষ করে এএফডি এই কমিটিকে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের উদ্বাস্তু নীতির সমালোচনা করার কাজে লাগাবে, কেননা এএফডি সব ধরণের অভিবাসনের বিরোধী; রাজনৈতিক আশ্রয় প্রদানের প্রক্রিয়া কাজ করল কি না করল, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই৷
উদ্বাস্তুদের ‘উকিল’ স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং
নতুন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী, সিএসইউ দলের হর্স্ট জেহোফারকে এবার দেখাতে হবে যে, পরিস্থিতি মাত্রা ছাড়ানোর আগেই তিনি এই কেলেঙ্কারির মোকাবিলা করতে সক্ষম৷ সিএসইউ প্রধান ও বাভেরিয়ার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি গত তিন বছর ধরে চ্যান্সেলর ম্যার্কেলের উদ্বাস্তু নীতির তীব্র সমালোচনা করে এসেছেন৷ এখন তিনি নিজেই ফেডারাল অভিবাসন ও উদ্বাস্তু দপ্তরের – এবং সেখানে যে অগুনতি সৎ ও পরিশ্রমী কর্মীরা কাজ করেন, তাদের সর্বেসর্বা৷ স্বভাবতই ঐ কর্মীরা তাদের দপ্তরের সুনাম নিয়ে চিন্তিত৷
শুধু ‘বাম্ফ’-এর সৎ কর্মচারীদের জন্যই নয়, এক হিসেবে জেহোফারকে উদ্বাস্তুদের হয়েও ওকালতি করতে হবে – বিশেষ করে সেই সব উদ্বাস্তু, যারা বৈধ ও ন্যায্যভাবে জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ের অধিকার পেয়েছেন৷ ব্রেমেন কেলেঙ্কারিতে একদিকে যেমন তদন্ত চলবে, অন্যদিকে তেমন খেয়াল রাখতে হবে, যাতে যাবতীয় রাজনৈতিক আশ্রয়প্রার্থীকে নির্বিচারে দোষী সাব্যস্ত না করা হয়৷
ইয়েন্স টুরাউ/এসি