জার্মান কাপ
২৮ ফেব্রুয়ারি ২০১৩বুন্ডেসলিগায় ইতোমধ্যে সতের পয়েন্টের ব্যবধান গড়েছে বায়ার্ন৷ এতবড় ব্যবধান চলতি আসরে আর ঘোচানো সম্ভব নয় ডর্টমুন্ডের পক্ষে৷ তবুও বুধবার রাতের খেলা নিয়ে সে দলের প্রত্যাশা ছিল অনেক৷ অন্তত জার্মান কাপে বায়ার্নকে হারাতে পারলে সম্মান কিছুটা হলেও রক্ষা পেত৷ কিন্তু সে আর হলো কোথায়? বরং আরিয়েন রবেন এবং তাঁর দল নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে৷
বুধবার খেলার প্রথমার্ধ ছিলো উত্তেজনায় ঠাসা৷ উভয় পক্ষই একে অপরের উপরে চাপ প্রয়োগের চেষ্টায় মত্ত ছিল৷ তবে তাৎপর্যপূর্ণ সম্ভাবনাগুলো তৈরি হচ্ছিল মিউনিখের পক্ষেই৷ খেলার ৩৬ মিনিটের মাথায় খাভি মার্টিনেস স্বাগতিকদের প্রায় এগিয়ে নিচ্ছিলেন৷ কিন্তু ডর্টমুন্ডের রোমান ভাইডেনফেলার সেই চেষ্টা রুখে দিয়েছেন৷
এরকম আরো কয়েকটি সুযোগ তৈরির পর খেলার ৪৩ মিনিটে গোল করে বায়ার্ন৷ সে দলের ফিলিপ লামের বাড়িয়ে দেওয়া বল ডি-বক্সের বাইরে থেকেই প্রতিপক্ষের গোলে জড়িয়ে দেন আরিয়েন রবেন৷ তাঁর বাম পায়ের বিখ্যাত শট রুখতে পারেননি প্রতিপক্ষের গোলরক্ষক৷ ফলে এগিয়ে যায় বায়ার্ন৷ আর সেটাই ছিল বুধবার রাতের একমাত্র গোল৷
খেলার দ্বিতীয়ার্ধে অবশ্য ডর্টমুন্ড গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল৷ সেদলের ইল্কাই গ্যুনডোয়ান গোলের একাধিক সম্ভাবনা তৈরি করেন৷ কিন্তু বায়ার্নের পরীক্ষিত গোলরক্ষক মানুয়েল নয়ারকে পরাস্ত করতে পারেননি তিনি৷ মোটের উপর বায়ার্নের ব্রাজিলিয়ান রক্ষণভাগের খেলোয়াড় ডেন্টে ডর্টমুন্ডের অনেক চেষ্টা শুরুতেই নস্যাৎ করে দিয়েছেন৷
খেলার শেষ পনের মিনিটে বায়ার্ন কার্যত পুরোপুরি রক্ষণাত্মক ধারায় ফিরে যায়৷ টোমাস ম্যুলারকে তুলে নিয়ে লুইস গুস্তাভোকে মাঠে নামায় সেদল৷ অন্যদিকে, ডর্টমুন্ড বাড়তি স্ট্রাইকার হিসেবে ইউলিয়ান সিবারকে কাজে লাগানোর চেষ্টা করে৷
খেলা শেষে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রবেন৷ তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ জয় এবং তা শুধু আমার জন্য নয়, গোটা দলের জন্যই৷ আমরা এখন কতটা ভালো খেলছি, সেটা দেখাতে চেয়েছি৷ আমরা ভালো খেলেই আজকের জয় অর্জন করেছি৷
এআই / এসবি (ডিপিএ, রয়টার্স)