বায়ার্ন, মাইনৎসের জয়
১৯ ডিসেম্বর ২০১২ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগে জার্মানির প্রতিনিধি শালকে হেরে গেছে বুন্ডেসলিগা ক্লাব মাইনৎসের কাছে৷ এর ফলে শালকের পরাজয়ের ধারা অব্যাহত থাকলো৷ কেননা শনিবার তারা বুন্ডেসলিগার ম্যাচে ফ্রাইবুর্গের কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল৷ যার ফলে চাকরি হারাতে হয়েছে কোচ হুব স্টিভেন্সকে৷ খেলা হয়েছে শালকের মাঠে৷ প্রথমে গোল করেছিল মাইনৎস৷ পরে হুন্টেলারের গোলে সমতা নিয়ে এসেছিল শালকে৷ কিন্তু অতিরিক্ত সময়ে গোল পেয়ে যায় মাইনৎস৷ এতে করে জার্মান কাপের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয়েছে শালকে'কে৷
এদিকে বুন্ডেসলিগার শীর্ষ দল বায়ার্ন মিউনিখের তারকা খেলোয়াড় ফ্রাঙ্ক রিবেরি লাল কার্ড পেয়েছেন৷ তবে তারপরও অবশ্য আউগসবুর্গের বিরুদ্ধে ২-০ গোলের জয় পেয়েছে বায়ার্ন৷ দলের পক্ষে গোল দুটি করেন মারিও গোমেজ আর শাকিরি৷ আউগসবুর্গের দক্ষিণ কোরীয় খেলোয়াড় কু জা চেওলের সঙ্গে বিবাদে জড়ানোয় লাল কার্ড পান রিবেরি৷ বায়ার্নের কোচ ইয়ুপ হেইঙ্কেস বলেছেন, রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল৷ রিবেরির উচিত হয়নি বিবাদে জড়ানো৷
এবার জার্মান কাপ সম্পর্কে কিছু কথা৷ বুন্ডেসলিগার পর জার্মান ফুটবলের দ্বিতীয় মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট হলো এই জার্মান কাপ৷ মোট ৬৪টি দল খেলে থাকে এই নকআউট টুর্নামেন্টে৷ বুন্ডেসলিগা আর দ্বিতীয় বুন্ডেসলিগার ৩৬টি ছাড়াও এতে খেলে থাকে তৃতীয় বিভাগের শীর্ষ চারটি দল৷ থাকে অঞ্চলভিত্তিক টুর্নামেন্টের শীর্ষ দলগুলোও৷
গত বছর বুন্ডেসলিগার মতো জার্মান কাপও জিতেছিল বোরুসিয়া ডর্টমুন্ড৷ আর বায়ার্ন মিউনিখ সর্বোচ্চ ১৫ বার জার্মান কাপ জিতেছে৷
জেডএইচ/ডিজি (ডিপিএ)