1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান কাপের সেমি-তে দুর্ধর্ষ বায়ার্ন

১৭ এপ্রিল ২০১৩

বুন্ডেসলিগা সতীর্থ ভোল্ফসবুর্গকে ৬-১ গোলে হারিয়ে ফাইনালে উঠল বায়ার্ন৷ তা-ও অফেন্সে রিবেরি এবং ডিফেন্সে ডেভিড আলবা না থাকা সত্ত্বেও৷ বায়ার্নের মারিও গোমেজ ৭৭ মিনিটের মাথায় মাঠে নেমে হ্যাট্রিক করলেন৷

https://p.dw.com/p/18HBT
ছবি: AFP/Getty Images

মঙ্গলবারের খেলায় বায়ার্নের যে তরবারিটা আসলে ঝলসে উঠেছে তার নাম হল শেরদান শাকিরি৷ নিজে একটি গোল করেছেন, আরো তিনটি গোলের সুযোগ করে দিয়েছেন অন্যদের৷ শাকিরির সঙ্গে যোগ করতে হবে মারিও গোমেজের নামটি৷ মাঠে নামার ন'মিনিটের মধ্যে ছ'বার বল পায়ে এসেছে, তার মধ্যে তিনবার প্রতিপক্ষের নেটে বল ঝুলিয়ে দিয়েছেন৷ মারিও মাঠেই নামেন আরেক মারিও, মারিও মাঞ্চুকিচ চোট পাওয়ার দরুণ৷ সে চোটও আবার গোল করার সময়! এটা ছিল খেলার ১৭ মিনিটের মাথায়৷ তার পরও মাঞ্চুকিচ মাঠে থাকার সিদ্ধান্ত নেন – অথবা বায়ার্ন কোচ ইয়ুপ হাইনকেস তাকে মাঠে রাখার সিদ্ধান্ত নেন৷ হাইনকেস এমনিতেই বার্সার বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি খেলার আগে টিম ‘রোটেট' করিয়ে দেখতে আগ্রহী....৷

ভোল্ফসবুর্গের বিরুদ্ধে বায়ার্ন এবার মাঠে নেমেছিল জিতবে বলে নয়, জিতবে জেনে৷ মাঞ্চুকিচের গোলের পর পরই আরিয়েন রবেন বায়ার্নের লিড বাড়িয়ে ২-০ করে দেন৷ কিন্তু ঠিক হাফটাইমের মাথায় ভোল্ফসবুর্গের পেটোয়া ব্রাজিলিয়ান দিয়েগো ১৮ মিটার দূর থেকে একটি জ্বলন্ত শটে বায়ার্ন তথা জার্মানির গোলরক্ষক মানুয়েল নয়ারকে পরাস্ত করেন৷ স্কোর দাঁড়ায় ২-১, যা হাইনকেসের আদৌ পছন্দ হবার কথা নয়৷

‘‘ভোল্ফসবুর্গ আমাদের বেশ কিছুটা সময় বেগ দিয়েছে,'' হাইনকেস পরে রিপোর্টারদের বলেন৷ ‘‘গোড়ায় আমরা যেন পুরোপুরি হাজির ছিলাম না৷ আমি ওদের (বায়ার্নের প্লেয়ারদের) হাফটাইমে বলি, কি কি বদলাতে হবে৷ তা-তেই কাজ হয়েছে বলে মনে হয়৷'' কাজ যে হয়েছে, তার প্রমাণ দেন শাকিরি, একটি কর্নারের পর প্রায় ১৬ মিটার দূরত্ব থেকে গোল করে৷ সেই সঙ্গে ভোল্ফসবুর্গের বায়ার্নকে আবার ধরে ফেলার আশার সলিল সমাধি ঘটে৷ তার পরে আসেন মারিও গোমেজ, এবং ৭৭ থেকে ৮৬ মিনিটের মধ্যে আরো তিনটি গোল যোগ করেন৷

বায়ার্নের ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মাঞ্চুকিচ জার্মান কাপের সেমিফাইনালে থাইয়ে চোট পেলেন বটে, কিন্তু তা নিয়ে ইয়ুপ হাইকেসের বেশি দুর্ভাবনা না হবারই কথা, কেননা মাঞ্চুকিচ এমনিতেই চ্যাম্পিয়নস লিগের পরবর্তী খেলার জন্য সাসপেন্ডেড৷ আর অপর মারিও – মারিও গোমেজ যে মাঞ্চুকিচের সুযোগ্য বিকল্প, তা তো মারিও তাঁর টুপি থেকে তিনটে খরগোশ বার করে – মানে ‘হ্যাট ট্রিক' করে, নিজেই প্রমাণ করে দিলেন৷

এছাড়া জার্মান কাপের অপর সেমিফাইনালটি হবে ফ্রাইবুর্গ এবং স্টুটগার্টের মধ্যে৷ কাজেই বায়ার্নের দ্বিমুকুট জয়ের পথে প্রায় কোনো বাধাই দেখা যাচ্ছে না৷ আর ত্রিমুকুট? সেজন্য প্রথমে যে ক্লাবকে হারাতে হবে, তাদের নাম হল এফসি বার্সেলোনা৷

এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য