1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ ভ্রমণ নিয়ে প্রামাণ্যচিত্র

১৭ ফেব্রুয়ারি ২০১৪

বার্লিনে বসবাসরত বাঙালি পরিচালক শাহীন দিল-রিয়াজ দেড় ঘণ্টার একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন৷ আট জার্মান কিশোরের বাংলাদেশ ভ্রমণ নিয়ে তৈরি তথ্যচিত্রটির সম্পাদনার কাজ চলছে এখন৷

https://p.dw.com/p/1BASe
পরিচালক শাহীন দিল-রিয়াজছবি: Lemme Film GmbH

ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে শাহীন জানান, স্কুলের চূড়ান্ত পরীক্ষা শেষ করার পর আট জার্মান কিশোর এক বছরের জন্য বাংলাদেশে গিয়েছিলেন৷ তথ্যচিত্রে তাদের সেই অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে৷ ‘‘কীভাবে তারা বাংলাদেশে গেল, কীভাবে থাকল, কীভাবে তারা বিভিন্ন সমস্যার সমাধান করল, এই সব কিছু মিলিয়েই ৯০ মিনিটের ডকুমেন্টারিটা হচ্ছে৷'' ছবিটির নাম দেয়া হয়েছে ‘ফ্যার্নগ্লুক'৷ ইংরেজিতে এটাকে ‘রিমোট ফর্চুন' বলা যেতে পারে বলে জানান তিনি৷ আর বাংলায় এর নাম দেয়া যেতে পারে ‘দূরের আনন্দ'৷

বাংলাদেশের ছেলে শাহীন দিল-রিয়াজ গ্যোয়েটে ইন্সটিটিউটের স্কলারশিপ পেয়ে নব্বইয়ের দশকের শুরুর দিকে বার্লিনে আসেন পড়াশোনা করতে৷ সেই থেকে তিনি বার্লিনে রয়েছেন৷ মূলত প্রামাণ্যচিত্র নির্মাণ করেন তিনি৷ ইতিমধ্যে তিনি তাঁর কাজের স্বীকৃতি হিসেবে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন৷ বিশেষ করে বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পে কর্মরত শ্রমিকদের জীবন নিয়ে তৈরি ‘লোহাখোড়', প্রেক্ষাগৃহে সিনেমার ফিল্ম বদলানোর কাজ করা ১০ বছরের কিশোর রাকিবের জীবন নিয়ে তৈরি ‘প্রজেকশনিস্ট' প্রামাণ্যচিত্র দুটি প্রশংসিত হয়েছে৷

জার্মান কিশোরদের বাংলাদেশ ভ্রমণ নিয়ে তথ্যচিত্র

শাহীন আশা করছেন, মে মাসের মধ্যে ‘ফ্যার্নগ্লুক'-এর সম্পাদনার কাজ শেষ হবে৷ এরপর জার্মানিতে প্রেক্ষাগৃহ ছাড়াও টেলিভিশনে সেটা দেখানো হবে৷ বাংলাদেশে অনুষ্ঠেয় চলচ্চিত্র উৎসবে প্রামাণ্যচিত্রটি দেখানোর চেষ্টা করবেন বলেও জানান শাহীন দিল-রিয়াজ৷ তিনি বলেন, এর আগে অন্যান্য তথ্যচিত্রগুলো বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে দেখানোর চেষ্টা করেছিলেন৷ কিন্তু চ্যানেলগুলো আগ্রহ না দেখানোয় সেটা সম্ভব হয়নি, বলে আক্ষেপ করেন এই পরিচালক৷

সাক্ষাৎকারে সদ্য সমাপ্ত বার্লিন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোনো ছবি না থাকার কারণ জানতে চাইলে শাহীন বলেন, বিষয়টার জন্য অনেকাংশে দায়ী বার্লিনালে কর্তৃপক্ষ৷ কেননা আয়োজকরা চায় এমন ছবি যেগুলো আগে অন্য কোনো উৎসবে দেখানো হয়নি৷ এই শর্তটা বার্লিনালেতে বাংলাদেশের ছবি না থাকার অন্যতম একটা কারণ বলে জানান শাহীন৷

Berlinale Filmstills - Boyhood NO SOCIAL MEDIA
‘বয়হুড’ ছবির একটি দৃশ্যছবি: Martina Sowinski

এছাড়া বার্লিনালে একটি আন্তর্জাতিক উৎসব হলেও সেখানে বিশ্বের কয়েকটি অঞ্চল উপেক্ষিত ছিল৷ যেমন বাংলাদেশ ছাড়াও আফ্রিকার ছবির উপস্থিতি সেখানে দেখা যায়নি৷

তবে উৎসব হিসেবে বার্লিনালে দিনদিন জনপ্রিয় হচ্ছে, বলে মনে করেন শাহীন৷ বিশেষ করে দর্শক সংখ্যার বিচারে এখনই বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব বার্লিনালে৷ এ বছর দেখানো প্রায় ৪০০টি ছবির জন্য টিকিট বিক্রি হয়েছে প্রায় ৩ লাখ ৩৩ হাজার৷

উৎসব শেষে পুরস্কারের জন্য জুরিরা যেসব ফিল্ম বেছে নিয়েছেন সেগুলোও যথার্থ ছিল, বলে জানান এই বাঙালি পরিচালক৷ ‘বয়হুড' ছবিটি ‘সেরা পরিচালক'-এর খেতাব জেতায় বেশি খুশি তিনি৷ কারণ ছবিটির শ্যুটিং হয়েছে প্রায় ১২ বছর ধরে৷ একটি ছেলের স্কুলে পড়া শুরুর সময় থেকে শেষ পর্যন্ত সময়কাল দেখানো হয়েছে এই ছবিতে৷ এই দীর্ঘ সময় ধরে একই অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে কাজ করিয়েছেন পরিচালক৷ বার্লিনালে কর্তৃপক্ষ এমন সাহসী কাজের স্বীকৃতি দেয়ায় অন্য পরিচালকরাও এ ধরনের কাজে আগ্রহী হবে বলে মনে করেন শাহীন দিল-রিয়াজ৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য