1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান গির্জায় চুরি

২৭ অক্টোবর ২০২০

জার্মানির রেগেন্সবুর্গ শহরের সেইন্ট ভল্ফগাং গির্জা থেকে হাজার বছরের পুরনো মমি চুরি হয়ে গেছে ৷ পুলিশ চোরকে ধরার চেষ্টা করছে৷

https://p.dw.com/p/3kU9d
চুরি যাওয়ার আগের ছবিছবি: PI Regensburg Süd

সোমবার পুলিশ জানিয়েছে, দক্ষিণ জার্মানির রেগেন্সবুর্গের মধ্যযুগীয় গির্জা থেকে হাজার বছরের পুরনো সেইন্টের দেহাবশেষ চুরি হয়ে গেছে৷ গির্জার ভেতরে ঢুকে কে বা কারা চুরি করেছে তা জানার জন্য সাক্ষী খুঁজছে পুলিশ৷ বুলেটপ্রুফ গ্লাস এবং স্টিলের তৈরি কফিনের শক্ত ঢাকনা ভেঙে মমিটি চুরি করা হয়েছে এবং যে ক্ষতি পূরণ করা আর কখনো সম্ভব নয় বলে জানায় গির্জা কর্তৃপক্ষ৷

দেহাবশেষটি চুরি হলো ঠিক ৩১ অক্টোবর সেইন্ট ভল্ফগাং দিবসের কয়েকদিন আগে৷ সেন্ট ভল্ফগাং মারা গেছেন ৯৯৪ সালে, তিনি ছিলেন রেগেন্সবুর্গের প্রথম বিশপ৷ ১০৫৬ সালে ভ্যাটিকান তাঁকে স্বীকৃতি দেয়৷ মৃত্যুর পর তাঁর দেহের কিছু অঙ্গ বিভিন্ন স্থানে সমাহিত করা হয়েছিলো৷ যার মধ্যে রয়েছে রেগেন্সবুর্গের বেসেলিকা চার্চ এবং সেইন্ট ভল্ফগাং চার্চ৷ দেহাবশেষের কিছু অংশ অস্ট্রিয়া ও পর্তুগালে সংরক্ষিত আছে৷

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ভল্ফগাংয়ের দেহাবশেষ চুরির তদন্তের ব্যাপারে যে কোনো তথ্য কাজে লাগতে পারে, তাই কেউ কিছু জেনে থাকলে তাদের এগিয়ে আসার অনুরোধ করা হয়েছে৷

জেমস ফ্র্যানি/এনএস