1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ডাকটিকিটে বাঙালির ছবি

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৯ ডিসেম্বর ২০১৭

কলকাতার শিল্পী সুদীপ চ্যাটার্জির আঁকা দু'টি ছবি জায়গা পেল জার্মানির ডাকটিকিটে৷ জার্মানির সঙ্গে সুদীপের সম্পর্ক অনেকদিনের৷ কিন্তু এ সম্মান সত্যিই বিরল৷

https://p.dw.com/p/2q5ht
Indien Deutsche Briefmarken  mit bengalischen Motiven
ছবি: DW/S. Bandopadhyay

জার্মানির বন শহরে ডয়চে ভেলে ভবনের ঠিক পাশেই জার্মান ডাক বিভাগ ডয়চে পোস্টের সদর দপ্তর৷ সেখান থেকে সম্প্রতি একটি চিঠি আসে বাঙালি শিল্পী সুদীপ চ্যাটার্জির কলকাতার ঠিকানায়৷ চিঠিটি পড়ে সুদীপ বিস্ময়ে হতবাক, আনন্দে অভিভূত৷ যে কোনো শিল্পীর পক্ষেই যা এক বিশেষ এবং বিরল সম্মান, ডয়চে পোস্টের দু'টি ডাকটিকিটে ছাপা হয়েছে সুদীপের আঁকা ছবি৷ শিল্পী হিসেবে সুদীপের নামও ছাপা হয়েছে৷ এক একটি ডাকটিকিট এক ইউরো ৪৫ সেন্টের৷ দু'টি ডাকটিকিট নমুনা হিসেবে সুদীপকে পাঠিয়েও দিয়েছে ডয়চে পোস্ট৷

সুদীপ চ্যাটার্জি

ডয়চে ভেলেকে সুদীপ জানালেন, জার্মানির সঙ্গে তাঁর যোগাযোগ অনেক দিনের৷ বিজ্ঞানের ছাত্র সুদীপ ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও ছেড়ে দিয়ে ভর্তি হয়েছিলেন আর্ট স্কুলে৷ ইন্ডিয়ান স্কুল অফ আর্ট অ্যান্ড ড্রাফটম্যানশিপ থেকে তিনি পাস করেন ১৯৮৬ সালে৷ এরপর দীর্ঘদিনের শিল্পচর্চা৷ ১৯৯৮-৯৯ সালে, জার্মানির মেটৎসিঙ্গেনের ফ্রাইয়ে হোখশুলের কুনস্টসেমিনার-এ ‘‌আর্টিস্ট ইন রেসিডেন্স'‌ কর্মসূচির জন্য নির্বাচিত হন সুদীপ৷ সেই প্রথমবার জার্মানি সফরের পর থেকে তাঁর যাতায়াত জারি থেকেছে৷ একাধিক দলগত এবং একক প্রদর্শনী হয়েছে তাঁর ছবির৷

২০১৭ সালেরই ৩০ মে থেকে ১৯ জুন জার্মানির সাবিনে নয়বুর প্রদর্শনশালায় সমবেত প্রদর্শনীর অংশ ছিল সুদীপের আঁকা ছবি৷ ছবি নিয়ে তিনি সদ্য বার্লিনও ঘুরে এসেছেন৷ আগামী বছর, অর্থাৎ ২০১৮ সালেও মে-জুন মাসে স্টুটগার্টের কাছে গ্যোটিঙ্গেনে সুদীপের একক প্রদর্শনী আছে৷ কিন্তু জার্মানির ডাকটিকিটে তাঁর ছবির এভাবে জায়গা পাওয়াটা নিঃসন্দেহে এক বিরল সাফল্য৷ এদিকে ২০১৬-১৮ সালের জন্য ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সিনিয়র ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন সুদীপ৷

বন্ধু, প্রতিবেদনটি কেমন লাগলো? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য