জার্মান তরুণের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক
১০ সেপ্টেম্বর ২০১৮ঘটনা হলো, শনিবার দিবাগত রাতে জার্মানির পূর্বাংশের শহর কোথেনে মারামারি হয় দুই জার্মান ও দুই আফগানের মধ্যে৷ এ সময় মারা যান এক জার্মান৷ পরদিন প্রায় আড়াই হাজার মানুষ নেমে আসেন রাস্তায়৷ করেন অভিবাসনবিরোধী মিছিল৷
দুই আফগানকে আটক করা হয়েছে৷ তাদের শারীরিক আঘাতে ঐ জার্মানের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷
স্থানীয় বিচারমন্ত্রীর বরাত দিয়ে জার্মান বার্তা সংস্থা ডিপিএ বলছে, মারামারির কারণে নয়, হার্টে দুর্বলতার কারণে মারা যান ঐ জার্মান নাগরিক৷ স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের বিচারমন্ত্রী আনে-মারি কেডিং বলেন, স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়৷ ২২ বছর বয়সি ঐ জার্মান নাগরিক মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যাননি৷ তাঁর হার্ট আগে থেকেই দুর্বল ছিল৷
এমনিতেইকেমনিৎসে কয়েকদিন আগে দুই মধ্যপ্রাচ্যের আশ্রয়প্রার্থীর হাতে আরেক জার্মান নিহতের ঘটনায় উত্তেজিত জনতাকে সামলাতে হিমসিম খেতে হয়েছে জার্মান প্রশাসনকে৷ তারওপর আবার এই ঘটনা অভিবাসীবিরোধী মনোভাবকে আরো উসকে দিতে পারে বলে মনে করেন অনেকে৷
এদিকে, কোথেনে সোমবারের মিছিল থেকে কোনো বিদ্বেষমূলক বক্তব্য দেয়া বা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ৷
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ঐ মিছিল থেকে ‘বর্ণযুদ্ধ'-এর কথা বলেছেন একজন বক্তা৷
জার্মানির পূর্বাংশের সরকারের একজন বিশ্লেষক মন্তব্য করেছেন, ‘‘যিনিই এ ধরনের মনোভাব প্রকাশ করেছেন, তিনি এ অঞ্চলের উদার-গণতান্ত্রিক ভাবধারা থেকে অনেক দূরে সরে গিয়েছেন৷''
জেডএ/এসিবি