জার্মান দলের সঙ্গে ম্যার্কেল
বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে ইটালিতে প্রস্তুতি নিচ্ছে জার্মান ফুটবল দল৷ রাশিয়ার বিষয়ে নিজের অভিজ্ঞতা দলের খেলোয়াড়দের সাথে ভাগ করতে সেখানেই হাজির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷
‘রাশিয়া বিশেষজ্ঞ’ ম্যার্কেল
ইটালিতে টিম হোটেলে ডিনারের পর খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসেন ম্যার্কেল৷ দলকে রাশিয়া এবং সেখানকার মানুষ সম্পর্কে ধারণা দেয়াই ছিল তাঁর মূল লক্ষ্য৷
খেলা ও রাজনীতি
সরাসরি রাজনীতিতে জড়াতে নয়, বরং স্বাগতিক দেশ রাশিয়ায় এখন কী ঘটছে, সে বিষয়ে খেলোয়াড়দের অবহিত করেছেন ম্যার্কেল৷ খেলোয়াড়দের মাঠের বাইরের সব বিষয়েই সতর্ক থাকা উচিত বলে মনে করেন ফুটবল বোর্ডের প্রধান রাইনহার্ড গ্রিন্ডেল৷
খোলামেলা আলোচনা
আলোচনা বেশ প্রাণবন্ত ছিল বলে জানিয়েছেন দলের কর্মকর্তারা৷ চ্যান্সেলর যেমন রাশিয়া সম্পর্কে নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন, খেলোয়াড়রাও তাঁদের নানা বক্তব্য জানিয়েছেন ম্যার্কেলকে৷
সবাই আনন্দিত
ম্যার্কেলকে পেয়ে জাতীয় দলের খেলোয়ারদের আনন্দের যেমন কমতি নেই, ম্যার্কেলও কিন্তু কম আনন্দিত নন৷ খেলোয়াড়দের সাথে বৈঠকের পর হোটেলের বাইরে অপেক্ষমান ফুটলভক্তদের সাথেও সময় কাটান ম্যার্কেল৷ চ্যান্সেলরের ফুটবলপ্রীতি দেখে অভিভূত ভক্তরাও৷
প্রস্তুত জার্মানি
১৪ জুন শুরু হতে যাচ্ছে রাশিয়া বিশ্বকাপ৷ তবে জার্মানি প্রথম মাঠে নামবে ১৭ তারিখ, প্রতিপক্ষ মেক্সিকো৷